আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি
পত্রিকার পাতা খুললেই বিভিন্ন বিচিত্র সংবাদ দেখতে পাই। এই যেমন পরকীয়া প্রেম, দেবরের সাথে ভাবী পলায়ন, ভাসুরের সাথে ছোট ভাইয়ের বউয়ের অনৈতিক সম্পর্ক, ভাসুরের ছেলের সাথে চাচীর প্রেম কাহিনী, চাচা-ভাতিজীর প্রেম, মামীর সাথে ভাগিনার প্রেম-পিরিতির খবর.. এই সব ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে। দিন দিন সমাজ কুলষিত হয়ে পড়ছে। নোবেল বই, টিভি নাটক ও সিনেমায় এই যাবতীয় সম্পর্ককে সহজ ভাবে তুলে ধরছে। ধর্মীয় বিধি-নিষেধকে উপেক্ষা করে আমাদের মুসলিম সমাজে এই দুঃখজনক ঘটনা গুলি ঘটছে।
দেবর-ভাবীর সম্পর্কের ব্যাপারে রাসুল (সাঃ) এর একটি গুরত্বপূর্ণ হাদিস পেশ করলাম।
হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, "দেবর-ভাসুর মৃত্যু সমতূল্য ভয়ানক বিষয়। " অর্থ্যাৎ মৃত্যু যেমন জীবনে জন্য ভয়ানক, অনূরূপ ভাবে চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো ভাইবোন ও দেবর ভাবী ও শালিকা-দুলাভাইয়ের সাক্ষাত ঈমান আমলের জন্য তদ্রুপ ভয়ানক।
۞۞ পরিবারে নিরাপদ থাকার সহজ উপায় ۞۞
১. নিজের স্বামীকে এবং পরিবারের লোকদেরকে এবং সমস্ত মানুষদের থেকে লজ্জা করতে চেষ্টা করুন।
২. দেবর-ভাসুরের সাথে আজে বাজে কথা বলবেন না।
অশ্লীল কথা যেন মুখ দিয়ে বের না হয় সে দিকে লক্ষ্য রাখবেন।
৩. এমন কোন কাজ করবেন না অথবা এমন কোন কথা বলবেন না যা আপনার সম্ভ্রমকে ধূলিসাৎ করে দেয়। কারণ লজ্জার সবটুকু উত্তম উহা মঙ্গল বয়ে আনে।
৪. নিজের লজ্জা সম্ভ্রমের হিফাযত করুন।
৫. নিজের কথা বার্তাকে সুন্দর করুন।
৬. চোখের দৃস্টি হিফাযত করবেন।
৭. কোন অবস্থাতেই চুল খোলা রাখবেন না। ওড়না দিয়ে সর্বদা মাথা ঢেকে রাখুন।
৮. বিশেষ প্রয়োজন দেখা না দিলে ঘর হতে বের হবেন না।
৯. আর আপনার বাড়ীতে যদি কোন মেহমান থাকে, সে যেন আপনার কণ্ঠস্বর শুনতে না পায়।
১০. আপনার যে সকল গায়েব মাহরিম আত্মীয় রয়েছে, তাদেরকে আপনার সাথে দেখা সাক্ষাতের কিংবা পর্দা লংঘনের জন্য অনুমতি দেবেন না।
১১. তাদের সাথে একাকী অবস্থান করবেন না।
১২. তাদের সাথে হাতে হাত মিলাবেন না। কারণ, তারা গায়েরে মাহরিম আত্মীয় স্বজন।
আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দুআ করি, তিনি যেন আপনাদের সঠিক জ্ঞানের অধিকারী হওয়ার তাওফীক দান করেন এবং আমল করার তাওফীক দেন।
পালনীয় কাজগুলো খুবই সহজ যদি আল্লাহ তাআলা আপনার জন্য উহা সহজ করে দেন।
হাদিসের সুত্রঃ
প্রশ্নোত্তরে সিয়াম
লেখকঃ অধ্যাপক নূরুল ইসলাম
পৃষ্টা ৬৮ দেখুন।
এই সাইট থেকে বইটি ডাউনলোড করেছি।
http://www.islamhouse.com/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।