আমাদের কথা খুঁজে নিন

   

গাইবান্ধায় যৌথবাহিনীর অভিযান, অবরুদ্ধ পুলিশ

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধারে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। আজ রবিবার সকালে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কদমতলী খানাবাড়ি গ্রামটি ঘিরে ফেলে। গ্রামের অধিকাংশ লোক পালিয়ে গেছে। থেকে থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে।

জানা গেছে, গতকাল শনিবার রাত ১২টার দিকে থানার সর্বানন্দ ইউনিয়নের কদমতলী খানাবাড়ি গ্রামে পুলিশ গত বছর ২৮ ফেব্রুয়ারির সহিংসতার সঙ্গে জড়িতদের ধরতে যায়।

  এসব আসামিদের সবাই জামায়াত-শিবিরের নেতা-কর্মী। এ সময় জামায়াত-শিবিরের লোকজন পুলিশকে অবরুদ্ধ করে ফেলে। রাতের অন্ধকারে পুলিশ সদস্যরাও সেখান থেকে বেরিয়ে আসতে পারেননি। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ ব্যাপক ফাঁকা গুলি ছোড়ে।

অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করতে রংপুর ও গাইবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন।

এ ঘটনায় গ্রামবাসীদের ইটের আঘাতে ছয় জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।