আমাদের কথা খুঁজে নিন

   

41.93 ডলার মূল্যের অসাধারণ একটি ভিডিও কনভার্টার (লাগলে নিতে পারেন)


আস্-সালামু আলাইকুম। আশা করি আপনারা সভাই ভাল আছেন। আমার প্রথম টিউন হিসেবে ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কোন ধরনের এসইও এর জন্য কাজ করছিন। তবে বিভিন্ন সাইট হতে মুভি, সফটওয়ার নামানো আমার অভ্যাস।

ঠিক তেমনি একটি ভিডিও কনর্ভাটারের দরকার হয়। অনেক সাইট খুজে এই সাইটে সফটওয়ার টি পাই।  সফটওয়ার হলো ImTOO Video Converter Ultimate v7.7.3.20131014 ।  কিন্ত ডাউনলোড করার কোন উপায় পাচ্ছিলাম না। উপরের দিকে দেখি কিভাবে ডাউনলোড করতে হবে।

পরে সে অনুসারে ডাউনলোড করে নেই। আমার টেক ভাইরা অনেক এক্সপার্ট । তাই তারা এ বিষয়টি সহজভাবে নিবেন। এটা কি এবং এর মাধ্যমে কি কাজ করছি সে ব্যাপারে আপনাদের সাখে শেয়ার করতে ইচ্ছ হলো। এর মাধ্যমে AVI, MPEG, WMV, DivX, MP4 H.264/AVC, AVCHD, MKV, RM, MOV, XviD, 3GP, and audio MP3 WMA, WAV, RA, M4A, AAC, AC3, OGG. ইত্যাদি ফরমেট এ রুপান্তর করতে পারবেন।

যা হোক ডাউনলোড এর পক্রিয়াটি যদিও জটিল মনে হয় তবে সহজ। কিভাবে ডাউনলোড করবেন আগে

আমি স্বল্ব জ্ঞান নিয়ে এ লেখা টি লিখলাম প্লিজ দয়া করে কেউ আমাকে গালি দিবেন না।  আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।


সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.