আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনের ডলার কেনাবেচায় খুব সাবধান... আপনার কষ্টার্জিত ডলার হাতিয়ে নিতে ওঁৎ পেতে আছে প্রতারকের দল!

এই ব্লগবাড়ি ব্লগারের মতই ছন্নছাড়া । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলা হবে। বেশি ভাবাভাবির সময় নাই। সকালে ব্লগে দেখলাম পেপাল, এলার্টপে ডলার মোবাইলে রিচার্জ আকারে পাওয়ার একটা সাইট নিয়ে পোস্ট করেছেন জনৈক ব্লগার। পোস্ট পড়েই মনে হল কোথাও একটা কিন্তু আছে সাইটায় ঢুকেই ৯৫% নিশ্চিত হয়ে গেলাম যে স্ক্যাম সাইট।

ফ্রডিং এর প্রমাণ খুঁজতে নেমে পড়লাম... পোস্ট লেখক দাবী করেছেন- " সাইটটি আমেরিকার একটি স্বনামধন্য টেলিকম কোম্পানীর " ভালো কথা...কিন্তু একি! whois এর সাইট রিপোর্টে এগুলান কি বলে - আম্রিকান টেলিকম কোম্পানি ( তাও আবার স্বনামধন্য) বাংলাদেশী মুবাইল (বাংলালিঙ্ক) ব্যবহার করে? আরেকটু নিচে স্ক্রল মেরে আরও অবাক- ডোমেইন রেজিস্ট্রেশন করা হয়েছে PrivacyProtect.org নামের একটা ওয়েবসাইটের নামে যার দ্বারা রেজিস্ট্রেশনকারী তার আসল নাম, ঠিকানা লুকিয়ে রাখতে পারেন। উদাহরণস্বরূপ- তা ভাই, টেলিকম কোম্পানির এত কাঠখড় পুড়িয়ে নিজেদের পর্দার আড়ালে লুকিয়ে রাখার দরকার কি? তারা কি হিজবুত তাহরীরের মত জঙ্গী সংগঠন? সবচাইতে ভয়াবহ ব্যাপার হচ্ছে, এরা ব্যবহার করছে ফ্রি ওয়েবহোস্টিং। এত বড় কোম্পানির হোস্টিং স্পেস কেনার জন্য সামান্য কয়টা ডলারও কি নেই? _________________________________________ অনেকটা নিশ্চিতভাবেই বলে দেয়া যাচ্ছে, ডলার হাতিয়ে কেটে পড়াই এই সাইটির হোতাদের মূল লক্ষ্য। সাইট মালিক হয় নিজে একাই প্রতারক নয়তো প্রতারক দলের একজন। পোস্টদাতার গতিবিধিও সন্দেহজনক।

কারণ এতসব অসংগতি থাকা সত্ত্বেও তিনি টাকা পাওয়ার যে গল্প শুনিয়েছেন তা কোনভাবেই বিশ্বাসযোগ্য ঠেকছেনা। তাছাড়া এই একই লেখা প্রায় একইসাথে তিনি আজ পোস্ট করেছেন- সামু, টিউনারপেজ আর টেকটিউন্সে । সামুতে "পথিক ভাই" নিক এর সমস্ত পোস্ট অনলাইনে ডলার বিক্রি নিয়ে। আর টিউনারপেজ ও টেকটিউন্স এ পোস্টদাতার নিক "শোভন" : যা কিনা শুধু এই একটি পোস্ট দেয়ার জন্যই খোলা। ডালমে কুছ কালা হ্যায়... অপরাধী যেই হোক তাকে/তাদেরকে ট্রেস করে এইগুলারে মাইরা তক্তা বানানোর কাম কানপট্টি বরাবর দুইটা থাপ্পর মারলেই থলের বিড়াল বের হয়া আসবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.