রাজশাহীর গোদাগাড়ীতে তরিকুল ইসলাম (২৪) নামের এক কলেজছাত্রকে খুনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের বোগদামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম ওই গ্রামের রুহুল আমীনের ছেলে এবং মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র।
নিহতের বড় ভাই রজব আলী জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তরিকুলের বন্ধু ও বোগদামারী উত্তরপাড়া গ্রামের সাইফুলের ছেলে সাগর তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে স্থানীয় একটি দোকান থেকে বাদাম ভাজা কিনে বাড়ির পেছনে মাঠের মধ্যে যায়।
তিনি অভিযোগ করেন, সেখানে সাগরসহ অজ্ঞাত আরো কয়েকজন দুর্বৃত্ত তাকে বাদাম ভাজার সঙ্গে দেশীয় মদসহ বিভিন্ন নেশাদ্রব্য ও চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে। পরে একটি মাফলার দিয়ে তার মুখ বেঁধে মারপিট করে ফেলে রেখে যায়।
পরে রাত সাড়ে ১১টার দিকে এলাকাবাসী তাকে একটি গম খেতের মধ্যে থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করে। তবে সেখানে পৌছানোর আগেই তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছে সাগর।
কলেজছাত্র তরিকুল ইসলাম খুনের হওয়ার ঘটনায় তার বন্ধু সাগরসহ আরো কয়েকজন জড়িত আছে বলেও দাবি করেন তার বড় ভাই রজব আলী।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী ঘটনার সত্যতা জানিয়ে বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে মামলা হলে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে। '
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।