আমাদের কথা খুঁজে নিন

   

সামুতে সহজে লগ ইন করার অব্যর্থ দাওয়াই!!!!!!!



সামুতে লগ ইন করতে সমস্যা হয়নি-এমন অভিজ্ঞতা বিরল। সামু মাঝে মাঝেই পাগলা ঘন্টা হয়ে যায়; খালি ঘোরে আর ঘোরে। মাগার কাজ হয় না। কিছুক্ষণ ঘোরাঘুরির পর আপনাকে সে জানবে Problem loading page. Try again-এ আবার গুতা মারবেন। আবার শুরু হবে ঘোরাঘুরি।

যারা ‘একবার না পারিলে দেখ শতবার’ কবিতাটা মর্ম দিয়ে উপলব্দি করতে পেরেছেন, কেবল সেই সকল চরম অধ্যাবসায়ী ব্লগারগণই মূল পেজের দেখা পেতে পারেন।

যাইহোক, মানুষ যখনই কোন বিপদে পড়ে তখনই পরিত্রাণের আশায় যার যার মত করে বিশ্বপ্রভুর কাছে দোয়া বা প্রার্থনা করে। দোয়ার বদৌলতে কাজ কতটুকু হয় তা সবার বোঝার অসাধ্য। তবু মানুষ দোয়া করে।

আমিও একটি দয়ার সন্ধান পেয়েছি।

যে কোন সাইটে লগ ইন করতে যাওয়ার আগে নিম্নলিখিত দোয়াটি পড়ে আঙ্গুলে, বিশেষ করে মাউসে ভাল করে ফুঁ দিয়ে ‘বিসমিল্লাহ’ (স্ব স্ব ধর্মের রীতি অনুযায়ী) বলে শুরু করবেন। আশা করা যায় এর সুফল পাবেন।

উল্লেখ্য, শুধুমাত্র সামুতে নয় কম্পিউটার সম্পর্কিত যেকোন কাজের ক্ষেত্রেই এই প্রার্থনা বিশেষ ভূমিকা রাখবে।

সবাই এক একজন কিংবদন্তি ব্লগার হয়ে উঠুন-এই কামনা করি।

Dear Allah

Help me log on without fretting
Guide me as I am interneting
Bless my downloading and uploading
Keep my browser from exploding
May my website be protected
Let not my password be rejected
Keep my line always connected
And all my inputs be accepted
Please keep all my program alive
And to remember to back up my hard drive
And protect my computer from crashing drive,
From a virus that would make it nesting hive.

পোস্টটি করতে আমার কত সময় লাগবে আল্লাহ মালুম।



সবাইকে অনেক ধন্যবাদ।


[এই প্রার্থনাটি রচনার সাথে আমিসহ আমার চৌদ্দ গুস্টির কেউই জড়িত নই। এটি হাওয়া থেকে পাওয়া। ]


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।