পটুয়াখালীর কলাপাড়ায় শশুর বাড়িতে বেড়াতে গিয়ে জামাই জাহিদুল ইসলাম (৩০) বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সকালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের মিশ্রীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী সোনিয়া ও শ্বশুর চাঁন মিয়াকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছয় বছর আগে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের সুখডুগি গ্রামের সুলতান আহমেদ খানের ছেলে জাহিদুল ইসলামের সাথে মিশ্রীপাড়া গ্রামের চাঁনমিয়ার মেয়ে সোনিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে সোনিয়া শ্বশুরবাড়ি না আসায় দু’জনের মধ্যে বিরোধ চলছিল।
রবিবার জাহিদুল স্ত্রী ও তার দুই বছরের মেয়ে সুলতানাকে আনতে শ্বশুরবাড়ি যায়। কিন্তু সোনিয়া শ্বশুর বাড়ি আসতে রাজি না হওয়ায় দু’জনের মধ্যে ঝগড়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে জাহিদুল সোমবার সকালে বিষ খায়। তাকে আশংকাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সকরা জাহিদুলকে মৃত ঘোষনা করেন।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, নিহতের পরিবারের দাবি জাহিদকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে।
এজন্য তার শ্বশুর ও স্ত্রীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।