আমাদের কথা খুঁজে নিন

   

সব বিষয়ই সমানভাবে পড়বে

*এখন নিয়মমতো পড়াশোনা করবে। ইতোমধ্যে তোমরা ক্লাস শিক্ষকদের কাছ থেকে একটি দিকনির্দেশনা পেয়েছ। বিষয়ভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ। এটা সাজেশননির্ভর বিধায় পড়তে সমস্যা হচ্ছে বলে মনে হয় না। তবে ক্লাস শিক্ষক সবার জন্য একটি সামগ্রিক সাজেশন তৈরি করেন।

এটি যেমন আয়ত্ত করতে হবে তেমনি নিজের বিবেক বিবেচনা থেকেও শেষ সময়ের পড়ার প্ল্যান তৈরি করবে। যেহেতু পরীক্ষা খুব কাছে তাই পড়াশোনা করতে হবে পাস করা এবং ভালো করা দুটো বিষয় মাথায় রেখে। প্রতিটি প্রশ্নের উত্তর পড়ার ক্ষেত্রে মূল বইকে অনুসরণ করলে উত্তরটি যথাযথ হবে। সেইসঙ্গে যদি প্রশ্নটি একটু ভিন্নভাবেও আসে উত্তর লিখতে সমস্যা হবে না। কারণ বিষয়টিতে তোমার একটা স্বচ্ছ ধারণা আছে; যা মূল বই পড়ার ফলেই হতে পারে।

সব বিষয়ই সমানভাবে পড়বে কারণ জিপিএ অর্জনের ক্ষেত্রে এটা জরুরি।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.