পরীক্ষা শুরু হতে মাত্র কয়েক দিন বাকি। তাই প্রস্তুতি এর মধ্যেই গুছিয়ে ফেলতে হবে। বেশি টেনশন না করে সিলেবাস অনুযায়ী বইয়ের অধ্যায়গুলো ভালোভাবে পড়বে। লেখক পরিচিতি থেকে শুরু করে অধ্যায়ের ভেতরে যেসব গুরুত্বপূর্ণ বাক্য রয়েছে, সেগুলোর অর্থসহ ব্যাখ্যা জানবে এবং প্রতিটি অধ্যায়ের শেষে যেসব শব্দার্থ, টীকা ও পাঠ পরিচিতি রয়েছে, সেগুলো ভালোভাবে পড়বে। কেননা জ্ঞানস্তর ও অনুধাবন স্তরের প্রশ্নগুলো সরাসরি বই থেকে আসে।
আর প্রয়োগ স্তর এবং উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্নগুলো উদ্দীপক ও বইয়ের অধ্যায় মিলে হবে। তাই এক্ষেত্রে ভালো প্রস্তুতির জন্য একটি অধ্যায় পড়ার পর ওই অধ্যায়ের কয়টি দিক রয়েছে এবং যেসব চরিত্র রয়েছে সেগুলোর কার কি ভূমিকা তা ভালোভাবে বুঝে না দেখে লেখার চর্চা করবে। উদাহরণ হিসেবে 'ছুটি' গল্প তুলে ধরছি। এ অধ্যায়ে বেশ কয়েকটি দিক বা বৈশিষ্ট্য রয়েছে যেমন : নতুন কিছু দেখার কৌতূহল, বয়ঃসন্ধিকাল বয়সে শারীরিক ও মানসিক পরিবর্তন, দুরন্তপনা, অনুকূল পরিবেশে থাকার বাসনা, প্রতিকূল পরিবেশে মানসিক ভারসাম্যের অবনতি ইত্যাদি। আর যে যে চরিত্র যে যে ভূমিকা রেখেছে তা হলো ১. ফটিক গ্রাম্য দুরন্তপনা, নতুন কিছু দেখার কৌতূহল দেখার বশত কলকাতায় মামার বাড়িতে যাওয়ার ইচ্ছা পোষণ, ২. ফটিকের প্রতি মামীর মানসিক নির্যাতন, ৩. মুমূর্ষু অবস্থায় ফটিকের গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার ব্যাকুলতা ইত্যাদি।
আবার বইয়ের একটি অধ্যায়ের সঙ্গে অন্য আর একটি অধ্যায়ের মূলভাব কিংবা কোনো চরিত্রের বৈশিষ্ট্যের বা গুণের মিল থাকলে যৌথভাবে উদ্দীপকসহ প্রশ্ন হতে পারে। তাই এ ব্যাপারেও খেয়াল রাখতে হবে। তোমাদের সুবিধার্থে অধ্যায়গুলোর নাম তুলে ধরছি, 'অপূর্ব ক্ষমা' গল্পের সঙ্গে 'মানুষ মুহম্মদ (সা.)' প্রবন্ধের ক্ষমার দিকটি মিল রয়েছে। 'বই পড়া' প্রবন্ধের সঙ্গে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মূলভাবের মিল রয়েছে। 'দুরন্ত পথিক' প্রবন্ধের সঙ্গে 'দুজন বীরশ্রেষ্ঠ', 'অভিযাত্রিক', 'স্বাধীনতা তুমি', 'শহিদ স্মরণে' কবিতার এবং 'কবর' নাটকের দেশপ্রেম, দুঃসাহসী, সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে দেশের উন্নতি সাধনের দিকগুলোর মিল রয়েছে।
'বঙ্গবাণী' কবিতার সঙ্গে 'মাগো ওরা বলে', 'স্বাধীনতা তুমি', 'শহিদ স্মরণে' কবিতার মাতৃভাষা বাংলার প্রতি অগাধ টান, প্রাকৃতিক সৌন্দর্য, দেশপ্রেম ইত্যাদি দিকগুলোর মিল রয়েছে। এ ছাড়াও বাংলা দ্বিতীয়পত্রের ভাবসম্প্রসারণ ও সারমর্মের মূলভাব ভালোভাবে চর্চা করবে। কেননা এগুলোর সঙ্গে বাংলা প্রথম পত্রের বিভিন্ন অধ্যায়ের ভাবের মিল রয়েছে। যেমন : 'কীর্তিমানের মৃত্যু নেই'/'উদয়ের পথে শুনি ক্ষয় নাই তার ক্ষয় নাই। ' এ গভীর তাৎপর্যপূর্ণ বাক্যগুলো দিয়ে 'দুরন্ত পথিক' প্রবন্ধের কিংবা 'কবর' নাটকের মূর্তি-১, মূর্তি-২ চরিত্রের চমৎকার প্রশ্ন হতে পারে।
প্রত্যেক উদ্দীপকে চিন্তন দক্ষতার চারটি স্তরের প্রশ্ন থাকে। সেগুলো সম্পর্কে জানতে হবে। আর বানানের ব্যাপারেও খুব সতর্ক থাকবে। বিশেষ করে (ক) নং প্রশ্নের জ্ঞান স্তরের উত্তরে বানান ভুল হলে সাধারণত নম্বর দেওয়া হয় না। উল্লেখ্য, লেখকের নামের পরিবর্তে তার সর্বনামে বানানে সম্মান দেওয়ার জন্য চন্দ্রবিন্দু দেওয়া উচিত।
বিরামচিহ্নের ব্যাপারেও লক্ষ্য রাখবে। আর যে কোনো কবিতা/ প্রবন্ধ/ গল্প/ উপন্যাস/ নাটক-এর নাম লিখতে হলে অবশ্যই উদ্ধোরণ চিহ্ন (যেমন-'পল্লীসাহিত্য') দেওয়া উচিত। এবার বহুনির্বাচনী অংশে আসা যাক। পাঠ্য-পুস্তক ভালোভাবে পড়া থাকলে সাধারণ নির্বাচনী অংশে জ্ঞান স্তর, অনুধাবন স্তর, প্রয়োগ স্তর ও উচ্চতর দক্ষতা স্তরে সঠিক উত্তর নির্বাচন করতে সমস্যা হওয়ার কথা নয়। তবে বহুপদী সমাপ্তিসূচক ও অভিন্ন তথ্য ভিত্তিক অংশে অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরে একাধিক সঠিক উত্তর থাকতে পারে বলে একটু কঠিন মনে হতে পারে; একটু ভেবেচিন্তে উত্তর নির্বাচন করলে কঠিন মনে হওয়ার কথা নয়।
বাংলা প্রথমপত্রে বহুনির্বাচনি প্রশ্নে চিন্তন দক্ষতার চারটি স্তরের জ্ঞান বা মনে রাখার জন্য ৪০%, অনুধাবন বা বুঝে লেখার জন্য ৩০%, অর্জিত জ্ঞান ও অনুধাবন প্রয়োগ করার জন্য ২০% এবং উচ্চতার দক্ষতার জন্য বিশ্লেষণ বা সংশ্লেষণ বা মূল্যায়নের জন্য ১০% প্রশ্ন থাকবে। বর্তমানে প্রচলিত শুধু সাধারণ বহু নির্বাচনী প্রশ্নের সঙ্গে বহুপদী সমাপ্তিসূচক এবং অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে। বহুনির্বাচনী প্রশ্নপত্রে জ্ঞান স্তরের প্রশ্ন হবে ১৬টি, অনুধাবন স্তরে ১২টি, প্রয়োগ স্তরে ৮টি ও উচ্চতর দক্ষতায় ৪টি। অর্থাৎ গদ্যাংশ (২০টি) ও পদ্যাংশ (২০) মিলে মোট ৪০টি বহুনির্বাচনি প্রশ্ন হবে। সময় ৪০ মিনিট।
উল্লেখ্য, সহপাঠ থেকে কোনো বহুনির্বাচনী প্রশ্ন হবে না। আর লিখিত সৃজনশীল প্রশ্নে গদ্য, কবিতা ও সহপাঠ- এ তিনটি বিভাগ থেকে ৯টি সৃজনশীল প্রশ্ন থাকবে। ৬০ নম্বরের পূর্ণ উত্তরের জন্য একটি উদ্দীপকের চারটি প্রশ্নোত্তরের (ক, খ, গ এবং ঘ) জন্য গড়ে ১৮-২০ মিনিট সময় ভাগ করে নিতে হবে। উল্লেখ্য, বহুনির্বাচনী প্রশ্নপত্র এবং লিখিত সৃজনশীল প্রশ্ন একসঙ্গে থাকলে আগে বহুনির্বাচনী দেবে, পরে লিখিত সৃজনশীল দেবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।