ঢাকা মগানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান জানান, মঙ্গলবার মধ্যরাতে উত্তরার ৫ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এই তিনজন হলেন- পেরেজ ওয়াই পেরেজ ইফরেইন (৩৭), সেন কেরিন ন্যাটি (৩৬) ও মিকো স্যান্ডিও নাটালি লোরেল (২১)।
তাদের কাছে জাল ডলার তৈরির কাগজ, রাসায়নিক, নির্দেশিকা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে।
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার শেখ নাজমুল আলম ওই অভিযানের নেতৃত্ব দেন।
গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই তিন আফ্রিকান নাগরিক মুদ্রা জালিয়াতির একটি আন্তর্জাতিক চক্রের সদস্য। তাদের বিষয়ে ইন্টারপোল থেকে এর আগে বাংলাদেশ পুলিশকে সতর্ক করা হয়েছিল।
গত রোববার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তিন পাকিস্তানি জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ, যাদের কাছে বোমা তৈরির নির্দেশিকাসহ একটি ল্যাপটপ পাওয়া যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।