আমাদের কথা খুঁজে নিন

   

‘সামর্থ্যবান অর্ধকোটি মানুষ কর দেয় না’ কারো দেওয়া কী উচিত !!!

আমি সরকারকে আমরা কর দেই। সেই টাকা আবার ভর্তুকি হয়ে আমাদের কাছেই ফিরে আসে। বর্তমানে সরকার আপনাকে কি কি সাহায্য করে? প্রথমে আসুন- ১।খাদ্য- সরকার আপনাকে খাদ্য নিরাপত্তা দিচ্ছে না, আন্তর্জাতিক বাজার দরে আপনাকে খাদ্য কিনতে হয়, কখনও কখনও তার চেয়ে ও বেশি দামে যদিও তার জন্য দায়ী রাজনীতিবিদদের সীমাহীন দুর্নীতি, ২।বস্ত্র- হা হা হা , সরকার দেবে বস্ত্র, উলটো বস্ত্র কেনার সময় ভ্যাট দিতে হয় ৩। বাসস্থান- সরকার কি আমাদের আয়ের সাথে সামঞ্জস্য রেখে থাকার ব্যবস্থা করে? না, উচ্চ বাড়ি ভাড়ায় সরকারের কোন কন্ট্রোল নেই ৪। চিকিৎসা- সরকারী হাসপাতাল গুলোতে যা একটু চিকিৎসা পাওয়া যায় তার জন্য তো টাকাই দিতে হয়, সাথে গেট থেকে বেড পর্যন্ত বকশিস ৫। নিরাপত্তা- আমাদের নিরাপত্তার জন্য সরকার পুলিশ নিয়োগ দিলেও তাদের থেকে সার্ভিস নিতে আমাদেরকেই আলাদা ভাবে টাকা দিতে হয় যদি আমরা সরকার থেকে কোন সাহায্য না পাই তাহলে এই এক্সট্রা ব্যয় গুলো কিভাবে মেটানো সম্ভব ? হয় চুরি বা ডাকাতি করতে হবে, না হয় দুর্নীতি করতে হবে পলিটিশিয়ানদের মত। আমি তো একটাই ভাল পথ দেখি- “নিজের টাকায় নিজে চল, কর কে না বল”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।