প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
না পাবার দুঃখ নেই, কারণ, কারো কারো কপালে সুখ হয়না, অদৃষ্টে লিখন ;
যদি দৈববলে না পাও যাদুর গুঁটি, কী করে খলদের সাথে খেলবে ?
তোমার ললাট যে দাগ পড়ে গেছে,__ তা তুমি কী করে খণ্ডন
করবে ? তাই পরাজিত কুকুরের মতোন লেজ গুটিয়ে বসে থাকি, ভবে।
আমার রক্তে আর উত্তেজনা নেই, অহঙ্কার, কিংবা পাবার লালসা জমে না জিহবায় __
আমি জেনে গেছি এই পৃথিবী এমনই, মাটির মতোন সয়ে যাওয়া ছাড়া নাই তো উপায় ;
বস্তুত, প্রতারকের ফাঁদ আর খলদের খিলখিল হাসি, আর দুর্নীতিবাজের কুটচাল দেখে
এতটুকু উত্তেজনা বাজে না রক্তের নালায়, আমি বেঁচে থাকি দুঃখের জল মেখে মেখে।
আমার কাছে কোনো দুরবীন ছিলো না, অনুবীক্ষণ যন্ত্র__ যে, আমি মানুষ মেপে আগাম
পাবো__ তার রক্তে কত পার্সেন্ট কুটচাল আর দুনীর্তির জীবাণু আছে,
আমি কোনো গণকও নই যে মন্ত্র বলে মানুষের হাত দেখে বলবো, এই ভদ্রসন্তান ভালোবেসে
অনধিকারে প্রবেশে করেছে অন্যের খেতে। এই বাছাধন চুরে করবে মানুষের টাকা অাম জাম।
আমি দেবতার মতোন মানুষকে প্রণাম করতে গিয়ে পেয়েছি হিংস্রতার চূড়ান্ত প্রকাশ :
মানুষেরে তাই মানুষ বলে মনে হয় না, মনে হয় অজস্র কুকুর আর বানরের বাস।
২২.০১.২০১৪
বানরমানুষ //
শাফিক আফতাব //
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।