প্রয়াত মা'কে নিয়ে এবার 'কফি টেবিল বুক' করার ইচ্ছা প্রকাশ করলেন মুনমুন সেন। এই বইতে সুচিত্রা সেনের বিভিন্ন মুহূর্তের ফটো, তার বর্ণনা, ক্যাপশন থাকবে বলে জানা গেছে।
সংবাদমাধ্যমকে এই ইচ্ছার কথা জানিয়ে মুনমুন সেন বলেন, আমার মা আমাকে আরও কয়েকটি ছবিতে কাজ করতে এবং লিখতে অনুরোধ করেছিলেন, সেই দিক বিবেচনা করেই আমি ঠিক করেছি লিখব। মাকে নিয়ে 'কফি টেবিল বুক' লিখতে পারি। তিনি বলেন, মাকে আমি কথা দিয়েছি যে, তার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনদিন কিছু লিখব না, সেক্ষেত্রে ব্যক্তিগত জীবন বাদ দিয়ে 'কফি টেবিল বুক' লেখা আমার কাছে খুবই সহজ হবে।
কেমন ছিলেন মা সুচিত্রা সেন? এ প্রশ্নের উত্তরে মেয়ে বলেন, মানুষ হিসেবে মা বরাবরই ছিলেন সহজ। কিন্তু তিনি একা থাকতে ভালবাসতেন। তার মানে এই নয় যে, তিনি মানুষের সঙ্গ পছন্দ করতেন না।
২৬ বছরের চলচ্চিত্র জীবনে সুচিত্রা সেন ৫২টি বাংলা ছবি এবং ৭টি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। মা-এর পথ অনুসরণ করে মেয়ে মুনমুনও অভিনয় জগতে প্রবেশ করেছেন।
দুই নাতনি রিয়া-রাইমা চলচ্চিত্র জগতে পরিচিত মুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।