হলিউড অভিনেত্রী কিরা নাইটলি কথা গোপন রাখতে পারেন না। কথা গোপন রাখার ক্ষেত্রে নাইটলির বদনাম রয়েছে। নাইটলি বলেন, 'আমাকে গোপন কথা বললে মুখ ফসকে বের হয়ে যায়। সিআইএ এজেন্ট হলে আমি কখনো উন্নতি করতে পারতাম না'। সদ্য মুক্তিপ্রাপ্ত 'জ্যাক রায়ান : শ্যাডো রিক্রুট' ছবিতে সিআইএ এজেন্টের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন তিনি।
এ প্রসঙ্গেই নিজের গোপন কথা বলেন তিনি। নাইটলি শীঘ্রই সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করবেন 'ক্যান এ সং সেভ ইওর লাইফ?' ছবিতে। তার সঙ্গে অভিনয় করবেন 'মেরুন ফাইভ' ব্যান্ডের অ্যাডাম লেভিন। লেভিন সম্প্রতি জীবিত পুরুষদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পুরুষের খেতাব পেয়েছেন। নাইটলি জানান, ছবিতে লেভিন তাকে সংগীতের ক্ষেত্রে কোনো সহায়তা করেননি।
নাইটলি বলেন, লেভিন আমাকে কোনো সহায়তা করেননি। তিনি এমন একজন মানুষ, যিনি মনে করেন, সবাই গান গাইতে পারদর্শী। তাই তাকে এ নিয়ে ঘাঁটাইনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।