আমাদের কথা খুঁজে নিন

   

'দেহ দিলে দেহ পাবে দেহের অধিক মূলধন'

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

‌পরাজিত নই নারী'- চল্লিশে ‌' সোনালী কাবিন'

'আত্মবিক্রয়ের স্বর্ন কোনোকালে সঞ্চয় করিনি
আহত বিক্ষত করে চারদিকে চতুর ভ্রুকুটি;
ভালবাসা দাও যদি আমি দেব আমার চুম্বন,
ছলনা জানিনা বলে আর কোনো ব্যাবসা শিখিনি
দেহ দিলে দেহ পাবে দেহের অধিক মূলধন
আমারতো নেই শখি, যেই পণ্যে অলংকার কিনি।
বিবসন হও যদি দেখতে পাবে আমাকে সরল
পৌরষ আবৃত করে জলপাই পাতাও থাকবেনা,
তুমি যদি খাও তবে আমাকেও দিও সেই ফল
জ্ঞানে ও অজ্ঞানে দোঁহে পরষ্পর হব চিরচেনা
পরাজিত নই নারী, পরাজিত হয়না কবিরা;'-

সোনালী কাবিন-১ কবিতার অংশ বিশেষ এটি।
বাংলা ভাষার অনিবার্য কবি আল মাহমুদের লেখা। ১৯৭৬ এ তার সোনালী কাবিন কবিতার বইটি বের হয়। বাংলা সাহিত্যে ভিন্ন মাত্রা যুক্ত করা সোনালী কাবিনের চল্লিশ বছরপূর্তি হচ্ছে এ বছর। অভিনন্দন কবি আল মাহমুদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।