আমাদের কথা খুঁজে নিন

   

TIME PASS(2014) মুভি রিভিউ

একটু আলদা

Time Pass (2014)TIME PASS

২০১৪ সালে ভাললাগা প্রথম মুভি। মুভি দেখতে বসার শুরুতেই নায়কা কে দেইখা ক্রাশে ক্রশাইত হইয়া ভাবলাম হায় হায় এই মেয়েইত আমার স্বপ্নের নাইকা হওয়ার কথা ছিল কিন্তু দুর্ঘটনা জনিত কারনে হয় নাইক্কা এই! কিন্তু ভাবনা বেশিক্ষণ আমার স্থায়ী হইল না। কোত্থেকে এক ভুচুম পুলার আবির্ভাব(ধানুশ টাইপ) কিছুক্ষন পরেই বুঝতে পারলাম এই ভুচুম পুলাই( দাগ্ধু) মুভির মেইন ক্যারেক্টার।

মারাঠি ভাষার এই মুভির প্লট তৈরি কৈশোর সময়ের প্রেম নিয়ে। দাগ্ধু(নায়ক) একজন রিকশাচালকের ছেলে।

পরীক্ষায় আন্ডা: মারার
কারনেতার পড়ালিখা আর হয়ে উঠেনি। পত্রিকা বিক্রি করে আর মজা মাইরা দিন চলে ভালই। সিনেমার এক পর্যায়ে তাকে উদ্দেশ্য করে তার বন্ধুদের ডায়লগ- আরে জীবনে যদি কার লগে টাইম পাশ না করলি তাই আর কি করলি জীবনে।

প্রযোক্তা (নায়কা) একজন মনযোগী ,শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের সুইট কিউট বেবি(বর্তমান প্রেমিক দের মত ডাক্লাম এই যাহ!) যা মিঃ দাগ্ধুর সম্পূর্ণ বিপরীত। যাই হোক দাগ্ধু তার টাইম পাস (Fake loverelation) এর টপটা প্রযক্তার দিকেই ফেলে।

কিন্তু হায় হায় ফেক বড়শি ফালায়তে গিয়া আসল বড়শি ই ফালায় দেয়। নায়কা তার মনে এটম বোমের তীব্রভাবে আঘাত হানে। ক্ষতবিক্ষত হইয়া যায় টাইম পাসের ভাবনা।

পৃথিবীর প্রায় সকল সিনেমার মত এই সিনেমাতেও নাইকাও তার প্রেমের সাগরে তলিয়ে যেতে থাকে। ভাবতেছেন এত বাংলা সিনেমার কাহিনী ! কিন্তু না আস্তে আস্তে সিনেমার যত সামনে আগাবেন ততই আপনার ভাললাগা বেড়েই যাবে।




কৈশোর কালীন প্রেম গুলায় আসলে কি হয়,আবেগ ভালবাশা সবকিছুর মূল্য এই সমাজ কতটুকু দিতে পারে, কি? বাস্তবাতা টাই বা কি ? অনেক কিছুরই উত্তর পেয়ে যাবেন মুভিটা দেখলে।
শুধু চেহেরা দিয়েই যে সব হয়না তা প্রমান পাবেন দাগ্ধুর অসাধারণ
অভিনয় দেখলে। মেয়েটাও কম যায়নি, তুমুল! অভিনয়ের পাশাপাশি আমার মত অসংখ্য যুবকের হৃদয়টা কিছুক্ষনের জন্য হলেউ উঠাল পাঠাল করে দিয়েছেন । কিছু কিছু দৃশে তার এক্সপ্রেশন দেখলে আপনি হারিয়ে যাবেন কিছু সময়ের জন্য(কই হারাইবেন তা কইলে আপনার গালফ্রেন্ড রাগ করবে তাই কইলাম না)


সব থেকে সুন্দর গানে কণ্ঠ দিয়েছেন আমার! থুক্ক সিনেমার নায়কা নিজেই । রিলিজ পাওয়ার প্রথম ৫ দিনেই বক্স অফিসে আয় করে নেয় ১০.২৫ কোটি টাকা।

পরিচালক- রবি যাদভ। তেলেগু নির্মাতা শেখার কুম্লা এর পর আমার দেখা অন্যতম সেরা ট্যালেন্ট।

imdb রেটিং ৮.২

আশা করি সময়টুকু আপনার ভালই কাটবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।