কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন কোনায় যাই,,,.।
আমি একটু আগে ফেসবুক ইমেইল আইডি পেলাম । এখন থেকে সবাইকে এই আইডি দিবো। জিমেইল আর ইয়াহুতে ঘুরাঘুরি করার দরকার নাই। ইম্পর্টেন্ট ইমেইল গুলা ফেসবুক থেকেই দেখে নেয়া যাবে।
এটাকে মটামোটি ফুল ফিচার্ড ওয়েব বেসড ইমেইল সার্ভিস ই বলা যেতে পারে। যদিও জিমেইল আর ইয়াহুর মত অত ফিচার নাই। তবুও ফেসবুক এ জেহেতু প্রতিদিন ই ঢুকা হয় তাই ইমর্টেন্ট কনো ইমেইল মিস হওয়ার চান্স নাই । ফেসবুকের এই নতুন ইমেল সেবা যে অন্যান্য জায়ান্টদের দুশচিন্তায় ফেলে দিলো তা আর বলতে হবে না। যাইহোক এই ইমেইল আইডি কিন্তু অটোমেটিক আপনার কাছে আসবে না এর জন্য আবেদন করতে হবে।
আপনারা যারা এখনো আইডি পাননি কিন্তু পেতে চান তারা click এই লিন্ক এ যেয়ে Request an Invitation এ ক্লিক করুন। তার আগে আপনার ফেসবুক একাউন্ট এ লগিন করতে ভুলবেন না। মাস খানেকের মাঝে পেয়ে জাবেন আপনার আইডি । আপনারা আমারেও একটু ইমেইল কইরেন কেমন মজা দেখতে মনচায়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।