আমাদের কথা খুঁজে নিন

   

প্রোগ্রামার জোক্স ( কিঞ্চিত ১৮ + )

কষ্ট পাই , কারন কষ্টকে ভালবাসি

একদিন বিলগেটস তার বন্ধুকে বললো , " আমার কনুই তে ব্যাথা পেয়েছি , আমার মনে হয় আমার কোন ডাক্তারকে দেখানো উচিত "

তার বন্ধু তাকে বললেন, " ডাক্তার দেখানোর দরকার নাই , বরং তোমার অফিস এর সামনে যে নতুন ওষূধ এর দোকান হয়েছে , সেখানে কম্পিউটার এর মাধ্যমে খুব দ্রুত আর অল্প ডলার এ রোগ নির্নয় আর প্রেস্ক্রিপশন পাওয়া যায় , তুমি সেখানে তোমার মূত্র স্যাম্পল দিলে ১০ ডলার এর বিনিময়ে টেস্ট করে তোমার সমস্যা আর প্রতিকার পেতে পারো ।

বিল গেটস , চিন্তা করল , " মাত্রই তো ১০ ডলার একটা ট্রাই দেয়া যাক , সে একটি জার এ তার ইউরিন দিয়ে ভর্তি করল , আর কম্পিউটার টি খুজে নিয়ে সেখানে ঢেলে দিলো ।

যথারীতি কম্পিঊটারটি , বেশ কিচ্ছুক্ষন গড় গড় সাউণ্ড করে একটা ছোট স্লিপ বের করে দিলো , সেখানে লিখা ছিলোঃ

" তোমার হাড়ে আঘাত জনিত ব্যাথা হয়েছে , তোমার কনুই গরম পানিতে ডুবিয়ে রাখো প্রতিদিন কিছু সময় , আর ভারী কোন কিছু উঠাবে না , তোমার হাতের ব্যাথা ২ সপ্তাহে ভালো হয়ে যাবে । "

বিলগেটস যখন সন্ধায় এই অদ্ভুত যন্ত্রটি নিয়ে চিন্তা করছিলো , তখন সে চিন্তা করল , সে ভাবল এই যন্ত্র তো বিজ্ঞানের বিষ্ময় , সে চিন্তা করল , দেখা যাক এই যন্ত্রটাকে বোকা বানানো যায় কিনা !!

সে চিন্তা করল দেখা যাক , সে কি করল, " সে একটা জারে , প্রথমে কিছু পানি নিলো , এরপর কুকুরের ইউরিন নিলো , এরপর নিলো তার স্ত্রী এর ইউরিন স্যাম্পল আর তার মেয়ের ইউরিন স্যাম্পল , সাথে তার নিজের স্পার্ম দিয়ে সব গুলা জারে মিক্স করলো ।

এরপর সেই স্যাম্পল নিয়ে , সে কম্পিটারে দিলো , ১০ ডলার পে করল , যথারীতি মেশিন কিছুক্ষন সাউন্ড করলো , আর একটা কাগজ বেরিয়ে এলো ।

কাগজে লিখা ছিলো, "

" তোমার ট্যাপের পানি অত্যধিক ক্ষারীয় , আরো সফট ওয়াটার ইউজ কররার ট্রাই করো ,
তোমার কুকুর অত্যাধিক দুর্বল , তাকে ভালো খাবার আর ভাইটামিন দাও ।
তোমার মেয়ে কোকেইন খায় , ওরে রহ্যাবিটেশন ক্লিনিক এ ভর্তি করাও । " style="border:0;" />
তোমার বউ প্রেগনেন্ট তার গর্ভে জমজ বাচ্চা , দুর্ভাগ্যজনক ভাবে , বাচ্চা দুটো তোমার না , তুমি বরং একজন ল'ইয়ার খুজো ।
আর , তুমি তোমার হাত দিয়ে ঝাকাঝাকি বন্ধ কর , না হলে তোমার টেনিস এল্বো পেইন এই জীবনে আর ভালো হবে না ।




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।