নদীর ঢালুতে বালু, তীরে গোল আলু
শীতশেষে কী অপরূপ লকলকে লতা __
চোখ দুটি হয় কেমন স্বপ্নালু !
মুখের কথাগুলো কবিতা।
তুমি আমি নদী তীরে যাই,
প্রেমগুলো দেহে শীরশীর করে !
আলু আর পেঁয়াজ খেতে উড়ে যায় চড়ুই,
তোমাকে দেখে আমার মন ভরে।
হেঁটে হেঁটে আমরা যাই নদীর ঢালুতে
পা ডুবে যায় সাদাকণাবালুতে
তুমি কেমন চিক চিক করো সোনারং রোদে
মন ভরে যায় পারদে।
টাইয়ের নট আর বক্ষবন্ধনীর গিঁট
দুয়ে মিলে করে আসে প্রেমের টিকিট।
২৪.০১.২০১৪
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।