-কালকে পরীক্ষা কিন্তু প্রিপারেশান নাই, যাহ শালা অবরোধ । (জব্বর হেপিনেস))
-ছোট বাচ্চারা সন্ধ্যায় পড়াশুনা করতে বসেছে, নেই কারেন্ট , ওফ ছুটি ! (হেপিনেস)
-পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছেন ? অন্যরা সেমিস্টার টার্ম, ফাইনাল নিয়ে যখন হাঁসফাঁস করছে, তখন আপনার অফুরন্ত সময় ! (সেশানজট) (স্যাড হ্যাপিনেস)
-ছোট টয়লেট পেয়েছে । কোথাও জায়গা খুঁজে পাচ্ছেন না,মনের সুখে জিপার খুলে দিলেন। (চরম হ্যাপিনেস) ।
-পড়াশোনা না থাকলে ছেলেবেলাটা কত মধুর হত, আ হা ! দেখেন শত শত পথশিশু রাস্তায় ঘুরছে (হৈ হৈ হ্যাপিনেস)
-কত শখ ছিল খোলা আকাশের নিচে ঘুমানোর, সেই ভাব, তাই না? কত মানুষ নির্মম আরামে রাস্তায় ঘুমায় শীত, ঝড়, বৃষ্টিতে।
(রিয়েল হ্যাপিনেস)
-ফাঁসির হুকুম ? রাজনীতি করতেন ! আগে বলবেন না? রাষ্ট্রপতির নিঃশর্ত ক্ষমা ! (হেপিনেস the great)
-মেয়ের জামাই (বিয়ের পাত্র) সরকারী চাকরী করে, পুলিশ, কাস্টমস, NBR ? (উপরি ইনকাম হ্যাপিনেস)
-গায়ে হলুদ ! ফুল ভলিউমে উলাল্লা মালাল্লা, দুনিয়া জাহান্নামে যাউক গা । (কুদাকুদি হ্যাপিনেস )
-টিভি খুলেন টাকলারা এমন সংলাপ আর থিওরী শোনাবে যা শুনে আপনি হো হো করে হাসতে বাধ্য । (কুতকুতানি হেপিনেস)
-ঘুষ দিলেন, আর অফিসার ঘুষ খেয়েই কাজ করে দিল, আপনি মহাকৃতজ্ঞ ! (মহা হ্যাপিনেস)
-ঘুষ ছাড়াই সরকারী অফিসে কাজ হয়ে গেল । ( কনফিউসড হ্যাপিনেস )
-মানুষ মারা গেছে ৪ দিনা, চল্লিশা খানা, মেজবান । (খানাপিনা হেপিনেস)
-আপনি যেই দলের বিরোধিতা করেন সেই দলের মানুষ মারা গেছে ।
( বোল্ড আউট হেপিনেস)
হয়রান হইয়া গেছি এত্ত হ্যাপিনেস লিখতে লিখতে পরে আবার বাকী কথা বলিব ।
পৃথিবীর আর কোন দেশে আপনি এগুলো পাবেন না, গ্যারেন্টি !
sO , We are the happiest nation of the world ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।