ছয় বিভাগে পুরস্কার জিতে এবারের আসরে বাজিমাত করেছে রাকেশ ওম প্রকাশ মেহরার ‘ভাগ মিলখা ভাগ’। সিনেমাটির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ফারহান আখতার, ওদিকে ২০১৩ সালের সবচেয়ে সফল তারকা দীপিকা পাড়–কোনের হাতেই উঠেছে ‘সেরা অভিনেত্রী’র ট্রফি।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ বছর সেরা সিনেমার খেতাব পেয়েছে ‘ভাগ মিলখা ভাগ’। সিনেমাটির জন্য সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা।
এদিকে ২০১৩ সালে পরপর চারটি ব্যবসাসফল সিনেমা উপহার দেওয়ায় এবার পুরস্কারের শক্ত দাবিদার হিসেবেই অনুষ্ঠানে এসেছিলেন দীপিকা।
‘সেরা অভিনেত্রী’ বিভাগে ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’-এর জন্য দুটি মনোনয়ন পেয়েছিলেন তিনি। অবশেষে শেষের সিনেমাটির জন্যই প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন তিনি।
নতুন নির্মাতা হিসেবে ‘লাঞ্চবক্স’ সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন রিতেশ বাত্রা। নতুন অভিনেতার পুরস্কার গিয়েছে তামিল অভিনেতা ধানুশের ঝুলিতে, ‘রানঝানা’ সিনেমার জন্য। আর ‘শুদ্ধ দেসি রোমান্স’-এ অভিনয়ের জন্য নতুন অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন ভানি কাপুর।
সমালোচকদের পছন্দে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘লাঞ্চবক্স’। সেরা অভিনেত্রী হয়েছেন ‘বি এ পাস’ সিনেমার শিল্পা শুকলা। ‘শাহীদ’ সিনেমার জন্য রাজকুমার রাও হয়েছেন সেরা অভিনেতা।
অনুষ্ঠানে আজীবন সম্মাননার পুরস্কার তুলে দেওয়া হয়েছে সিনিয়র অভিনেত্রী তনুজার হাতে।
এবারের আসর উপস্থাপনা করেছেন গতবারের সেরা অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।