আসুক যত ঝড় বিপতি বাধা.... উননত করি শির ,নোয়াবোনা মাথা
পোষ্টটি স্টিকি করার জন্য অনুরোধ করছি
তিন মোড়লের ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাতে
.......২৭ জানুয়ারি, আমরা যাচ্ছি মিরপুর ষ্টেডিয়ামে। ব্যানার, ফেষ্টুন হাতে। ক্রিকেট বিশ্বকে জানাতে আমাদের প্রতিবাদ। আপনি যাচ্ছেন তো???
Click This Link
বাংলাদেশ বনাম শ্রীলংকা সিরিজ শুরু হচ্ছে ২৭ জানুয়ারি মিরপুরে। বাংলার ক্রিকেট প্রেমীরা, আসুন সবাই ষ্টেডিয়ামে যাই।
টাইগারদের সমর্থন জানানোর পাশাপাশি আমাদের সবার হাতে থাকবে তিন মোড়লের অন্যায্য দাবীর প্রতিবাদে প্রতিবাদী স্লোগান সম্বলিত ব্যানার, ফেষ্টুন, পোষ্টার। আইসিসি থাকবে, দেশি বিদেশি সাংবাদিকরা থাকবে। খেলা আন্তর্জাতিক মিডিয়া লাইভ টেলিকাষ্ট করবে। সেই সাথে আমাদের অভিনব এই সাইলেন্ট প্রতিবাদও পৌঁছে যাবে বিশ্বের কাছে।
একবার শুধু ভাবুন, গ্যালারি ভর্তি দর্শক।
সবার হাতে হাতে ব্যানার, ফেষ্টুন, পোষ্টার। সেগুলোতে লেখা প্রতিবাদী সব স্লোগান। আরও লেখা ক্রিকেট পাগল এই জাতির ক্রিকেটের প্রতি মনের গহিনে থাকা আবেগ, অনুভুতি, প্রত্যাশা এবং ভালোবাসার কথা। বিশ্ব মিডিয়া লাইভ দেখাচ্ছে খেলা। আইসিসি মনিটরিং করছে।
ভাষ্যকাররা প্রচার করছে বারবার। অবাক বিশ্ব তাকিয়ে দেখছে আমাদের। তাকিয়ে দেখছে নিরব প্রতিবাদের এক অনন্য ভাষা।
বন্ধুরা, এভাবেই আমরা বিশ্বের কাছে তুলে ধরবো আমাদের প্রতিবাদ। আমাদের আশা, প্রত্যাশার কথা।
আমাদের দাবীর কথা।
সবাই একটি করে প্রতিবাদী স্লোগান সম্বলিত পোষ্টার নিয়ে খেলা চলাকালীন সময়ে মিরপুর স্টেডিয়ামে চলে আসবেন। তবে বন্ধুরা, খেয়াল রাখতে হবে প্রতিবাদ যেন সহিংস না হয়, প্রতিবাদের ভাষা যেন অশ্লিল না হয়, নির্দিষ্ট কারো প্রতি আক্রমনাত্বক না হয়। তাহলে হিতে বিপরীত হতে পারে। সামনে আমাদের অনেক আন্তর্জাতিক ইভেন্ট রয়েছে।
আমরা শুধু আমাদের প্রতিবাদ করে যাবো। বিশ্বকে জানাবো আমাদের অবস্থান। জানাবো ক্রিকেট একটি খেলা, অর্থ কামানোর হাতিয়ার নয়। ক্রিকেট খেলতে পারাটা সুযোগ নয়, আমাদের অধিকার। কারো স্বার্থের জন্য এই অধিকার ছেড়ে দেবনা আমরা।
অর্থের কাছে বিক্রিও হবো না। বিশ্বের কাছে আমরা দাবী করবো আমাদের অধিকার। আর সেটা অহিংস এবং ভদ্র ভাষায়ই করবো।
প্লিজ সবাই চলে আসুন, আর এই লিঙ্কে আপনার বন্ধুকেও ইনভাইট করুন......... Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।