আমাদের কথা খুঁজে নিন

   

অস্ত্রেলিয়ান ওপেন টেনিসে চাইনিজ তারকা লি না চ্যাম্পিয়ন ।

শিক্ষা আনে চেতনা , চেতনা ঘটায় বিপ্লব আর বিপ্লব দেয় মুক্তি

২০১৪ সালের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন টেনিস এর মহিলা গ্রুপে সিঙ্গেল চ্যাম্পিয়ন হয়েছেন ৪ নম্বর র‍্যাঙ্কিং এ থাকা চাইনিজ তারকা লি না । ফাইনালে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ২৪ নম্বর র‍্যাঙ্কিং এ থাকা স্লোভাকিয়ান ডোমিনিকা সিবোল্কভা । প্রথম সেট ছিলো অনেক প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই সেটে লি না ৭-৬ গেমে এবং দ্বিতীয় সেটে অতি সহজে ৬-০ তে পরাজিত করেন স্লোভাকিয়ান ডোমিনিকা সিবোল্কভাকে । লি না এনিয়ে তৃতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন এর আগে ২০১১ ও ২০১৩ তে তিনি অস্ট্রেলিয়ান ওপেন এর ফাইনাল খেলেছিলেন ।

লি না সর্বপ্রথম এশিয়ান এবং চাইনিজ হিসেবে ১০১১ তে ফ্রেঞ্চ ওপেন জয় করেন , এনিয়ে তিনি দ্বিতীয় বার গ্র্যান্ড স্লাম জিতলেন ।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।