ভালো থাকুন সবার সাথে
‘তিন মোড়লের মাতব্বরি, মানি না মানবো না’, ‘এক দাবি এক দেশ, টেস্ট খেলবে বাংলাদেশ’, ‘তিন শেয়ালের কাছে, মুরগি বর্গা হবে না’, ‘তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘ক্রিকেট নিয়ে বাণিজ্য, মানি না মানবো না’, ‘তিন মোড়লকে বিসিবি, না বলো না বলো’ – ক্রিকেটপ্রেমীদের এমন স্লোগানে স্লোগানে প্রকম্পিত শাহবাগ। আইসিসির কাছে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রস্তাব এবং তাতে বিসিবির সমর্থনের প্রতিবাদে ক্রিকেটপ্রেমী কয়েক হাজার তরুণ-তরুণী শাহবাগে মানববন্ধনে অংশগ্রহণ করেন। জাতীয় জাদুঘরের সামনে আজ শনিবার বিকাল চারটায় এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তিন মোড়লের প্রস্তাব পাস হলে ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশের ক্রিকেটের। বাংলাদেশ আর টেস্ট খেলতে পারবে না।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন মোড়লের প্রস্তাবের বিরোধীতা না করে উল্টো পক্ষ নিলেও সকালে অবস্থান পাল্টিয়েছে। বিসিবির বর্তমান অবস্থানকে স্বাগত জানিয়েছেন বিক্ষোভরত তরুণ-তরুণীরা।
ক্রিকেট বিশ্বকে আলাদা করার ষড়যন্ত্রের প্রতিবাদে অনলাইন অ্যাক্টিভিস্টদের আহবানে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। চারটায় এই আয়োজন থাকলেও তিনটার আগে থেকেই জাতীয় জাদুঘরের সামনে ক্রিকেটপ্রেমীরা ভিড়তে থাকেন। কিছুক্ষণের মধ্যেই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে শাহবাগের রাজপথ।
ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরুদ্ধে ফেটে পড়েন হাজারো তরুণ-তরুণী।
তিন শেয়ালের কাছে মুরগি বর্গা দিব না
বাংলাদেশের পতাকা, ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড নিয়ে কয়েক হাজার ক্রিকেটপ্রেমীর অংশগ্রহণে শাহবাগ মোড় থেকে চারুকলার সামনে পর্যন্ত মানববন্ধন দীর্ঘায়িত হয়। দুই সারিতে মুখোমুখিভাবে অবস্থান করেন শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার লোকজন।
মানববন্ধনে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতীক ‘বাঘ’ হয়ে এসেছিলেন দুই ক্রিকেটপ্রেমী। সারা গায়ে রঙের ছোঁয়ায় বাঘের রূপ নিয়ে অংশ নেন বাড্ডার শৈবালি ও মালিবাগের মিলন।
দু’জনের স্লোগানের সঙ্গে তাল মিলিয়ে স্লোগান দিতে থাকেন অন্যরা। মাঝে মাঝেই বাঘের মতোই গর্জন দিয়ে উঠেন শৈবালি ও মিলন। পেশায় মটর মিস্ত্রি মিলন প্রিয়.কম-কে বলেন, ‘টেস্ট ক্রিকেট খেলায় যোগ্যতা কেউ আমাদের এমনিতে দেয়নি। আমরা এটা অর্জন করে নিয়েছি। এখন একটা প্রস্তাব করে ভারত সেটা কেড়ে নিতে পারে না।
তাদের প্রস্তাব আমরা মানি না, মানবো না। ’ এসময় পাশে থাকা অন্যরাও চিৎকার করে উঠেন, ‘মানি না, মানবো না। ’
বাংলাদেশ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোলায়মান হোসেন জানান, বাংলাদেশ দিন দিন ক্রিকেটে ভালো করছে, এটা অনেক দেশের সহ্য হচ্ছে না। তারা বাংলাদেশের সঙ্গে ক্রিকেট খেলার সাহস রাখে না। এর মধ্যে ভারত অন্যতম।
নিউজিল্যান্ডকে বাংলাদেশ হোয়াইটওয়াশ করেছে, আর সেই দেশের কাছে টানা হারছে ভারত। এখন বাংলাদেশকে কিভাবে ক্রিকেট থেকে দূরে রাখা যায়, সেই ষড়যন্ত্র করছে তারা।
এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে অনলাইন অ্যাক্টিভিস্টরা। ফেসবুকে একটি পেজ ‘তিন মোড়লের অন্যায্য এই দাবি বন্ধ করুন’ খোলার মাধ্যমে মানববন্ধনের ডাক দেওয়া হয়। প্রথমে বিসিবির কার্যালয়ের সামনে মানববন্ধন করার কথা থাকলেও পরে তা শাহবাগে স্থানান্তর করা হয় বলে জানান একজন অনলাইন অ্যাক্টিভিস্ট বাবু আহমেদ।
তিনি প্রিয়.কম-কে বলেন, ‘ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া যে প্রস্তাব করেছে, তা মানার মতো নয়। এতে আমাদের দেশ টেস্ট খেলা থেকেই বঞ্চিত হয়ে যাবে। অথচ আমরা এই তিন দেশকে হারাতে পারি। তাদের হারানোর যোগ্যতা আমাদের দেশের রয়েছে। ’ এসময় বিসিবির মত পরিবর্তন করায় বিক্ষোভরত ক্রিকেটপ্রেমীদের পক্ষ থেকে তিনি সাধুবাদ জানান।
উল্লেখ্য, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রস্তাবিত খসড়া পাস হলে টেস্ট র্যাংকিংয়ে থাকা প্রথম আটটি দলই শুধু টেস্ট খেলতে পারবে। নয় ও দশ নম্বরে থাকা জিম্বাবুয়ে ও বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলতে পারবে না। এছাড়াও বিভিন্ন বিশ্বকাপ টুর্নামেন্ট ও বড় বড় টুর্নামেন্টগুলো প্রতি তিন বছরে এই তিন দেশেই আয়োজন করার দাবি করা হয়েছে প্রস্তাবে। আইসিসির সব ট্যুরে প্রাধান্য দিতে হবে দেশ তিনটিকে। এতে বাংলাদেশসহ অন্য দেশগুলো ক্ষতিগ্রস্থ হবে।
আর তাই এ প্রস্তাবের প্রতিবাদ স্বরূপ এই মানববন্ধনের আয়োজন করা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।