ফ্রান্সের গ্রেনোবল হাসপাতালের চিকিৎসকরা এক রিপোর্টে বলেছেন, মাইকেল শ্যুমাখারকে কোমা থেকে ফিরিয়ে আনার কোনও চেষ্টা আপাতত করা হবে না৷ সে চেষ্টা করলে হিতে বিপরীত হতে পারে৷
ফর্মুলা ওয়ানের ৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন শ্যুমাখারকে চিকিৎসার প্রয়োজনেই কোমায় নিয়ে যাওয়া হয়েছিল৷ পরিভাষায় যাকে 'মেডিক্যালি ইন্ডিউসড কোমা' বলা হয়৷ ব্রিটিশ একটি দৈনিকের খবর অনুযায়ী, গ্রেনোবল হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, কবে সেই কোমা থেকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, এখন তা বলা যাচ্ছে না৷ অনেক চিকিৎসকের আশঙ্কা, হয়তো চিরন্তন কোমাতেই রয়ে যাবেন এই এফ ওয়ান ড্রাইভার৷
ওই রিপোর্ট অনুযায়ী, জীবনদায়ী ব্যবস্থার মধ্যে থেকেও শ্যুমাখারের বিশেষ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না৷ এই জন্যই ওই কোমার মধ্যেই তাকে রাখা হচ্ছে৷ কারণ, এই ধরনের কোমায় থাকলে মস্তিষ্কে অক্সিজেনের কম প্রয়োজন হয়৷ এতে মস্তিষ্কে চাপও পড়ে কম৷ ওই চিকিৎসকেরা মনে করছেন, যদি কোনও উন্নতি হয়, তবে সেটা এ ভাবেই৷ যদিও দীর্ঘ দিন এই কোমার মধ্যে রেখে দিলে, আদৌ তা থেকে তাকে ফিরিয়ে আনা যাবে কি না, তা নিয়েও তারা সংশয়ে৷ তাদের আশঙ্কা, কোমা থেকে ফিরিয়ে আনলে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হতে পারে৷ সেটা হলে, তাকে ফিরে পাওয়ার আশা একেবারে নেই বললেই চলে৷
এদিকে, চিকিৎসকদের আরও একটা আশঙ্কা, যদি শ্যুমাখার এই কোমা থেকে ফিরে আসেন, তা হলে তার আগের কোনও স্মৃতি হয়তো ফিরবে না৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।