আমি একটা ব্যাংকে কাজ করি ইন্টার্ন হিসাবে। ব্যাংকে কিছু দিন যাবার পর আমি বুঝতে পারলাম ব্যাংকে আগে সবাই নিজের কাজ নিজে করার চেষ্টা করতো। আর এখন আমি যাবার পর আমাকে দিয়ে সব কাজ করায়, জারিও দেয় দুই জন। বাকিরা কাজ করায় আর সহানভুতি দেখায়। আমি সব বুঝতে পারি।
কিন্তু কিছু করতে পারি না। কারন আমার মাথায় আসে না আমি কি করব। কিছু দিন পর স্বপ্ন দেখা শুরু করলাম যে এইখানে জইন করবো। মানে আমার একটা বাজে অভ্যাস আছে দিবা স্বপ্ন দেখার। এই কারনে আমি অনেকটা অমনোযোগী।
আমার কাজে ভুল হয় আবার আমি জারি খাই, আমাকে দিয়ে কাজ ও করায়। এখন মাঝে মাঝে মনে হয় ছেড়ে দিবো। কিন্তু আর দুই মাস কাজ করে জেতে হবে। উপায় নাই। বিপদে আমি সব সময় পড়ি।
আর ভালো লাগে না। সবাই মিলে মাঝে মাঝে আমার ভুল নিয়ে মজা করে তখন খুব খারাপ লাগে। ইচ্ছা করে অনেক কিছু করতে, কিন্তু করতে পারি না। এই দিকে একটা মেয়েকে ভালো লাগে, তাকে বলিও আমার ভাও লাগার কথা। কিন্তু সে বলে আরেক জনকে ভালোবাসে ।
সে আবার তাকে ছেড়ে চলে গেছে। আমি যে মেয়েটাকে ভালবাসি, সে এখন একা, আমাকে ভালবাসে না কিন্তু আমার সাথে কথা বলে, তার বয়ফ্রেন্ডকে ভালবাসে, কিন্তু কথা বলে না। আমি সবই বুঝছি, কিন্তু নিজেকে বুঝাইতে পারি না, অনেক বিপদে আছি।
১। ব্যাংক নিয়ে
২।
ভালোবাসা নিয়ে।
আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে যতটা সাহসী হইতে হয় আমি ততটা না, যার কারণে এত প্রব্লেম হচ্ছে।
সবার প্রব্লেম থাকে। আমার মানসিক প্রব্লেম অনেক বেশি।
আরেকটা বিষয় আমি সুযোগ পেলে মেয়েটার সাথে ঘুরতে যাই।
( যদিও সে বার বার বলছে সে আমাকে ভালবাসে না) তবুও আমারা ঘুরতে যাই। সে আমার সাথে খুশি না। কারণ টা আমি নিজে না কি ওর বয়ফ্রেন্ড। আমি জানি না। আমি প্রতিদিন ঠিক করি আমাকে সাহসী হইতে হবে।
কিন্তু পারি না। আমি আমার অনুভুতি আমার মতকরে লিখার চেষ্টা করছি। লিখায় এলোমেলো হতে পারে, কারণ আমি নিজেই এখন অনেক এলোমেলো, কিছু মনে রাখতে পারি না, ভুলে যাই, লিখতে গিয়েও কি লিখছি আর কি লিখি না, বার বার পড়ছি। পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
কমেন্ট করবেন, ভালো থাকবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।