লিগে লেভারকুজেনের এটা টানা তৃতীয় হার। আর গত চার ম্যাচে বরুসিয়ার দ্বিতীয় ড্র। অন্য দুই ম্যাচে হেরেছিল তারা।
ড্র করলেও পয়েন্ট তালিকায় উন্নতি হয়েছে বরুসিয়ার। ১৮ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে তারা।
অন্যদিকে হারলেও সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে লেভারকুজেন। শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট ৪৭, এক ম্যাচ কম খেলেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে পঞ্চম মিনিটে ডিফেন্ডার সেবাশ্চিয়ান খেহেলের গোলে এগিয়ে যায় বরুসিয়া। তবে ৫৬ মিনিটে মিডফিল্ডার সোভেন বেন্ডার আত্মঘাতী গোলে খেলায় সমতা ফিরে আসে।
১০ মিনিট পর বরুসিয়াকে আবারো এগিয়ে দেন মিডফিল্ডার নুরি সাহিন।
কিন্তু ৭২ মিনিটে স্ট্রাইটার চি দুং-ওয়ানের গোলে হতাশায় পুড়তে হয় স্বাগতিকদের।
প্রতিপক্ষের মাঠে চতুর্থ মিনিটে মিডফিল্ডার লার্স বেন্ডার গোলে এগিয়ে যায় লেভারকুজেন। ২৭ মিনিটে গোলটি শোধ করেন ফ্রেইবুর্গের স্ট্রাইকার আতমি মিমেদি।
৩৫ মিনিটে মিডফিল্ডার জিমোন রলফেসের গোলে আবারো এগিয়ে যায় লেভারকুজেন। কিন্তু ৫৩ মিনিটে মিডফিল্ডার জুনাথন শিমিদের গোলে দ্বিতীয়বারের মতো সমতা নিয়ে আসে ফ্রেইবুর্গ।
শেষ মুহূর্তে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন ফিলিক্স ক্লাউজ।
বুন্দেসলিগার অন্যান্য ম্যাচে মেইঞ্জ ২-১ গোলে স্টুটগার্টকে, হ্যানোভার ৩-১ গোলে ভলফসবুর্গকে ও নুরেমবার্গ ৪-০ গোলে হফেনহাইমকে হারিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।