রেকর্ড ৩৭.১ মিলিয়ন পাউন্ডের (৪৪.৭ মিলিয়ন ইউরো) বিনিময়ে চেলসি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার হুয়ান মাতা।
ইংলিশ চ্যাম্পিয়ন দলটির সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে শুক্রবারই ইউনাইটেডের পক্ষ থেকে মাতার দলে যোগ দেবার বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছিল ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তির সব বিষয় সম্পন্ন হয়েছে। ভ্যালেন্সিয়া থেকে ২০১১ সালে চেলসিতে যোগ দেবার পরে মাতা ১৩৫টি ম্যাচে ৩২টি গোল করেছেন।
উল্লেখ্য, টটেনহ্যাম থেকে ২০০৮ সালে বুলগেরিয়ান ফরোয়ার্ড ডিমিতার বারবাতোভকে ৩০.৭৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চুক্তিভুক্ত করেছিল ম্যান ইউ। ট্রান্সফার বাবদ এতদিন পর্যন্ত এটাই তাদের সর্বোচ্চ ব্যয় ছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।