আমাদের কথা খুঁজে নিন

   

পত্রহীন তোমাকে পেতে হৃদয়ে আজ কেমন কলরব// শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

ফাগুন আসিতেছে, অথচ ভিতরে বসন্তের প্লাবন,
শীতের শেষে ঝরাপাতাদের দীর্ঘশ্বাস, অথচ আমার কাঁপন !
তুমি পাশে নেই, অথচ তুমিময় হৃদযের চারপাশ
আহা ! কেমন দহন আজ আমার প্রকাশ !

শীতের বাতাসে চুপিসারে উঁকি দেয় বসন্তের অনুভব,
শিহরণে, রমণে আসে তোমাকে পাবার উত্তাপিত প্রেম __
পত্রহীন তোমাকে পেতে হৃদয়ে আজ কেমন কলরব,
রাজাধিরাজা আমি আজ, তুমি মম সুন্দরতম মেম।

রক্তে সুবাস ঢেলেছে কে আজ, হৃদয়ে কে ঢেলেছে সুঘ্রাণ ?
কে আজ খুলে দিয়েছে সুন্দরের নিসর্গময় অনুভুতি ?
মনে মনে কে আজ গায়, আদিম স্বরগামের গীতি ?
কে আজ উতলা করে তুলিল, আমার ব্যথাময় পরাণ ?

সুন্দর শাশ্বত কৃষক আমি সুন্দর আমার হুকো কলকি !
সেথায় জ্বেলেছি প্রেমের তামুক, ধূয়ায় নেশা হয় আর কি !


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.