আমাদের কথা খুঁজে নিন

   

জ্যোতিষাচার্য যুধিষ্ঠির প্রণীত সব রাশির

এইসব ভালো লাগে... জানুয়ারীঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার ভেতর দিয়ে বছর শুরু। নব উদ্দমে কাজ শুরু করবেন। শিক্ষার্থীদের মধ্যে কারো কারো বিদেশ ভ্রমণ শুভ। শিক্ষার্থীরা পড়াশুনায় ব্যস্ত থাকবেন। নবদম্পতিরা আনন্দ ভ্রমণে সতর্ক হোন।

পরিবারের বয়ঃজ্যেষ্ঠদের যত্ন নিন। ফেব্রুয়ারীঃ প্রেমিক প্রেমিকা দের জন্যে মাসটি শুভ। লেখক প্রকাশনা ব্যবসায় জড়িতদের জন্যে মাসটি ভালো যাবে। ভ্রমণের সুযোগ আসলে কাজে লাগাবেন। নিকটাত্মীয় বন্ধুদের বিবাহের সংবাদ পেতে পারেন।

চলাফেরায় সতর্ক থাকবেন। মার্চঃ উৎসাহ উদ্দীপনায় ভাটা পড়বে। অস্থির থাকবেন কিছুটা। সাহস রাখবেন। রাত পেরোলে ভোর তো হবেই।

এপ্রিলঃ আবার নব উদ্দমে ঝাঁপিয়ে পড়বেন কাজে। সর্বাত্মক চেষ্টা করুন নিজেকে ঢেলে দিতে। শিক্ষার্থীরা ব্যস্ত সময় কাটাবেন। প্রেম তেমন শুভ নয়। মেঃ প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকুন।

কোন কাজে নেমে পড়লে চেষ্টা চালিয়ে যেতে থাকুন। স্বাস্থ্যের দিকে নজর দিন। পানি পান করুন। জুনঃ নিত্যনতুন বিয়ের প্রস্তাব আসতে পারে। সবদিক বুঝে কাজ করবেন।

চাকরীতে ভালো করবেন। বিয়ের যোগ শুভ। জুলাইঃ মাসের শুরুতে অবষাদে আক্রান্ত হতে পারেন। কোথাও বেড়িয়ে আসতে পারলে ভালো লাগবে। শিক্ষার্থীরা সাফল্যের মুখ দেখবেন।

হঠাৎ কোন সুখবরে তরতাজা ভাব আসতে পারে। বিদেশ ভ্রমণ খুব ই শুভ। আগষ্টঃ কানের যত্ন নেবেন। প্রেমে আবার আনুকূল্য লাভ করবেন। অর্থের যোগ শুভ।

উচ্চ শিক্ষার্থে বিদেশ ভ্রমণ শুভ। সেপ্টেম্বরঃ সাফল্য ধরা দেবে তবে নির্ভর করছে আপনার পারফর্মেন্সের উপর। ভাঙ্গা প্রেম জোড়া লাগতে পারে। মাসের শেষ দিকে পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে দুঃশ্চিন্তার কারণ হতে পারে। অক্টোবরঃ আর্থিক মন্দাভাব যাবে হঠাৎ বড় ব্যয়ের কারণে।

টাকা বুঝে শুনে খরচ করুন। তাহলে সমস্যা কেটে যাবে। প্রেমের যোগ শুভ। নভেম্বরঃ প্রতারণার স্বীকার হতে পারেন। চলাফেরায় সতর্ক থাকবেন।

কৌশলী হোন। ডিসেম্বরঃ খুব ব্যস্ত সময় কাটাবেন। নব উদ্দীপনা কাজ করবে। আপনার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। শিক্ষার্থীরা ভালো করবেন অনেকেই।

চলাফেরায় সতর্ক থাকবেন। সবাইকে হেপপি নিউ ইয়ার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.