হিংস্র কিছু শকুন আজ খামছে ধরেছে মানবতার পতাকা...জেগে উঠার এইতো সময়...
বিশ্বসাহিত্য কেন্দ্র, ময়মনসিংহ। কলেজে পড়ি তখন।
বিকেল হলেই চলে যেতাম।
বই পড়া উতসব, আড্ডা আর জব্বার চাচার গরম সিংগারা, চা। এর চেয়ে উপাদেয় কিছুই হতে পারতোনা তখন।
এক বিকেলের আড্ডায় গান হচ্ছিলো।
গানের সাথে প্রচন্ড আবেগ ঝড়ে পড়ছিলো মেয়েটার কন্ঠে। প্রফেশনাল সিংগার না মেয়েটা। কিন্তু এতোটা আবেগ দিয়ে আমি এখনো পর্যন্ত কাউকে গান গাইতে দেখিনি।
মেয়েটা গাচ্ছিলো আব্দুল হাদীর গান, "কেউ কোনদিন আমারে তো কথা দিলোনা, কথা দিলোনা"।
মেয়েটা কাঁদছিলো, সেই সাথে কাঁদছিলাম আমরাও।
ওই আড্ডায় বসেই পণ করে ফেললাম, মেয়েটাকে আমি কথা দিবোই।
কি একটা কাজে বের হতে লেট হলো, দেখি মেয়েটা চলে গেছে।
ভাবলাম পরদিন আসবে।
আর আসেনি।
লজ্জায় কিংবা কষ্টে কে জানে।
আরো দুবছর আড্ডা হয়েছে, গান হয়েছে, সিংগারা হয়েছে, নদীতীরে পিকনিক হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রটাও তেমনই আছে কিনা জানিনা।
আমার কথা নিতে সে আসেনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।