আমাদের কথা খুঁজে নিন

   

Easy Touch Iphon Style For Androrid

সবাইকে আমার সালাম জানিয়ে শুরু করছি। টেকটিউন্স এ এটা আমার প্রথম টিউন। জানিনা আপনাদের কেমন লাগবে।
যাক গে সেসব কথা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Easy Touch (Iphon style)  নামক এক সফটওয়ার।

এটা দিয়ে আপনি আপনার এন্ড্রয়েড ফোন এর হোম বাটন কে বারতি চাপ থেকে বাচাতে পারবেন।
আমাদের অনেক এন্ড্রয়েড ফোন আসে যে গুলা তে হোম বাটন থাকে। সেটা চাপা চাপির ফলে এক সময় সেটা প্রব্লেম করতে শুরু করে। এই সফটওয়ার আপনার হোম বাটনের উপর বারতি চাপ কমাবে।
টেকটিউন্সে এই নিয়ে আরেকটি টিউন্স করা হয়েছিল কিন্তু ওইটার ফাইল টা আমি নামাতে পারি নি এবং কাজ ও করতে পারি নি।


তাই আপনাদের কাছে আমি এটা তুলে ধরলাম। কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন
আজ এখানেই শেষ করছি সবাই ভাল থাকবেন।
4shared এর লিঙ্ক দিলাম।
সফটোওয়ার টার লিঙ্ক এইখানে > http://www.4shared.com/mobile/wXzH5XeDce/dfe1bfa994f64928941e80d32a0aad.html

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।