আমাদের কথা খুঁজে নিন

   

পীরগঞ্জের সাংসদ হতে শিরীন শারমিনের মনোনয়নপত্র জমা

রোববার পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের এ প্রার্থী ।

মনোনয়নপত্র জমা দেয়ার পর পীরগঞ্জবাসীর উদ্দেশে শিরীন শারমিন বলেন, “প্রধানমন্ত্রী ও তার ছেলে পীরগঞ্জকে ভালোবাসেন। আমি সংসদ সদস্য হলে পীরগঞ্জের মানুষের প্রতি সে ভালোবাসার কমতি হবে না। এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে। পীরগঞ্জের মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।

” 

ফাইল ছবি

আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এ উপ-নির্বাচনে শিরীন শারমিন ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন সোমবার। এর মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দিলে এবং শিরীন শারমিন চৌধুরীর কাগজপত্র ঠিক থাকলে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। ”

গত ৫ জানুয়ারির ভোটে গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের আসনটি রেখে নিজের শ্বশুরবাড়ির এলাকা রংপুরের আসনটি ছেড়ে দেন।

এরপর নির্বাচন কমিশন গত ৮ জানুয়ারি আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে এবং গত সপ্তাহে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসন থেকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় মনোনয়ন ফরম তুললেও দলের মনোনয়ন পাননি দেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন।

সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবে গত নবম জাতীয় সংসদে প্রথমবারের মতো আইনসভায় আসেন পেশায় আইনজীবী শিরীন শারমিন। স্পিকার নির্বাচিত হওয়ার আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.