ভারতের পেশাদার গলফ ট্যুর (পিজিটিআই) আয়োজিত মৌসুমের প্রথম আসরটি শুরু হবে ২৯ জানুয়ারি।
সোমবার দেশ ছাড়ার আগে সোহেল বলেন, “পিজিটিআই ট্যুর র্যাংকিংয়ে শীর্ষ দশে উঠে আসার লক্ষ্য নিয়ে নতুন বছর শুরু করতে চাইছি আমি।”
৫০ লাখ রুপি পুরস্কারের এই প্রতিযোগিতায় না যাওয়ার কারণ সম্পর্কে জামাল বলেন, “আহমেদাবাদ মাস্টার্স দিয়েই মৌসুমের অর্ডার অফ মেরিট র্যাংকিং শুরু হবে। এই কারণে আসরটি খেলার সর্বোচ্চ চেষ্টাই করেছি। জ্বরের কারনে ডাক্তার বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তাই বাধ্য হয়েছি সিদ্ধান্ত বদলাতে।”
অবশ্য আগামী মাসে এশিয়ান ট্যুরের বাছাই পর্ব খেলতে থাইল্যান্ড যাবেন জামাল। বাছাইপর্ব উৎরাতে পারলে মোহাম্মদ সিদ্দিকুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এশিয়ান ট্যুর খেলবেন জামাল।
এশিয়ান ট্যুরের দু’টি শিরোপা জিতে এরই মধ্যে তারকা খ্যাতি পেয়েছেন ২৯ বছর বয়সি সিদ্দিকুর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।