আমাদের কথা খুঁজে নিন

   

প্রাউড টু বি এ "বাংলাদেশী"

Do not pray for easy lives. Pray to be stronger men. "Do not pray for tasks equal to your powers. Pray for powers equal to your tasks. Then the doing of your work shall be no miracle, but you shall be the miracle. " --Phillips Brooks


"ব্যাংকের চুরি যাওয়া ১৬ কোটি ১৯ লাখ টাকা মিলেছে" === যাক, বাঁচা গেল। যেদিন শুনলাম ব্যাংক থেকে ১৬ কোটি টাকা চুরি হয়েছে তখন থেকে মাথার ভেতর একটা অদৃশ্য ক্যালকুলেটর হিসাব করে যাচ্ছে - আচ্ছা, চোর যদি ১৬ জন হয় তাহলেও তো পার হেড ১ কোটি! খাইছে, এ তো অনেক টাকা! একদিনে ১৬ জন কোটিপতি হয়ে গেল? এইডা কিছু হইল? কথাটা চিন্তা করে হিংসায় আমার বুকটা জ্বলে যাচ্ছিল। আরে, শালার পুলিশ করেটা কি? এইটা কি মগের মুল্লুক নাকি? এতগুলা টাকা এক সাথে চুরি করে কিভাবে?
ব্যাংক ডাকাতির ব্যাপারটা নিয়ে অফিসে কলিগদের সাথে, বিকেলে আড্ডায় বন্ধুদের সাথে তুমুল আলোচনা হল। কেউ কেউ বলল চোরেরা নাকি হলিউডের সিনেমা দেখে এই চুরির আইডিয়া পেয়েছে। ওরা সিনেমার নামধাম ঠিক মতো বলতে না পারলেও আমার কাছেও মনে হল এই রকম একটা দুর্ধর্ষ চুরির আইডিয়া সম্ভবত হলিউডি কোন মুভিতেই দেখেছিলাম।

সেখানে অবশ্য চোরেরা ধরা পড়েনি। বরং বিশাল পার্ট নিয়ে পুলিশের হাত ফসকে বেরিয়ে যায়। আড্ডা থেকে বাসায় ফেরার পর থেকে একটা দৃশ্যই মাথায় ঘুরপাক খাওয়া শুরু করল - অগুনতি টাকা নিয়ে কিছু লোক একেবেকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর ওদের পেছনে হাজার হাজার পুলিশ লাঠি নিয়ে ছোটাছুটি করছে কিন্তু ওদের একজনকেও ধরতে পারছে না। সে এক হাস্যকর দৃশ্য।


রাতের বেলায় আমি পড়লাম এক মহা সমস্যায়। রাতে বিছানায় শোয়ার পরও একই দৃশ্য দেখতে লাগলাম। শুধু তাই না, প্রচণ্ড ঘুমে যখন আমার চোখে সর্ষেফুল দেখছি ঠিক তখনই আবার মাথায় নানা রকম চিন্তা ভাবনা কিলবিল করতে লাগলো।
এইবার চিন্তা আসলো, ১৬ জন যদি ১৬ জায়গায় রওনা দেয় তাহলে পুলিশ ওদের ধরবে কিভাবে? আচ্ছা, ব্যাংকের লোকজনকে তো ধরে নিয়ে গেছে। ক্যামন একটা মান সম্মানের ব্যাপার।

বেচারারা এর সাথে জড়িত থাকুক বা না থাকুক, তাদের পরিবারের লোকজনের কি একটা খারাপ দিন যাচ্ছে আজকে! ব্যাংক ম্যানেজারের বাচ্চা মেয়েটা হয়ত মনের দুঃখে আজকে রাতের ভাত খায়নি। চিন্তা করা যায়? কিছু না করেও ফ্রিতে হাজতবাস। আর ওইদিকে কয়েকটা শয়তান তো খুশীতে ডুগডুগি বাজাচ্ছে। এর কোন মানে হয়?
শেষমেষ এসব চিন্তায় চিন্তায় আমার পেটে গ্যাস হয়ে গেল। সারারাত এপাশ ওপাশ করতে করতে ঘুম হল ভোরবেলায়।

সকালে অফিসে গেলাম চোখ লাল করে। আমার বস আমাকে দেখে জিজ্ঞেস করল, “কি হয়েছে নাভিদ? এনিথিং রং?”
আমি বিড়বিড় করে কোন রকমে বললাম, “সব টাকা নিয়ে গেছে স্যার!”
আমার কথা শুনে স্যার কি বুঝল সেটা তিনিই জানেন। তবে আজকে আমাকে আর কোন “মাথার” কাজ দেন নি।
বাসায় এসে শুনি এই খবর। চোর ধরা পড়েছে।


হা হা হা।
কি যে খুশী লাগলো খবরটা শুনে!
খুউউব স্মার্ট না? মাটি খুঁড়ে ব্যাংক লুট করবি না? হলিউড?
আজকে রাতে যখন রিমান্ডে গরম ডিমের ট্রিটমেন্ট খাবি তখন বুঝবি - বাংলাদেশের পুলিশ “ত্বকী” কিংবা “সাগর-রুনির” হত্যা রহস্য বের করতে না পারলেও চাইলে তারা অনেক কিছুই পারে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।