যেকোনো প্রতিযোগিতার স্বভাবতই একটি আবেদন থাকে। আর কোনো প্রতিযোগিতা যদি এমন হয় যে এতে অংশ নিয়ে জয়ী হলে জাপানসহ বিশ্বের অন্যান্য উন্নত দেশে কর্মসংস্থানের সুযোগ মিলবে তাহলে তো কথাই নেই। অবাক হলেও সত্যি প্রযুক্তিভিত্তিক তেমনি এক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে যেকোনো প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে অধ্যয়নরত শেষ বর্ষের শিক্ষার্থী, সংশ্লিষ্ট গ্র্যাজুয়েট ও প্রফেশনালদের। চলতি মাসের মাঝামাঝি এমনই এক প্রতিযোগিতার সূচনা করে তথ্য-প্রযুক্তি শিক্ষায় দেশের সেরা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি [ডিআইআইটি] ও বাংলা বিজনেস পার্টনার (বিবিপি), জাপান। এ প্রতিযোগিতার উদ্যোক্তা বিবিপি।
সহায়তায় ডিআইআইটি। দেশের প্রযুক্তিভিত্তিক তরুণ শিক্ষার্থী ও প্রফেশনালদের জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগিতার প্রথম পর্যায়ে ২০ জন প্রতিযোগী জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবে। পর্যায়ক্রমে সংশ্লিষ্ট বিষয়ে পেশাজীবীদের জাপান, আমেরিকা, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে জাপানি প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে। প্রতিযোগিতায় বাছাইকৃত টেলেন্টদের জাপানি ভাষা ও সংশ্লিষ্ট সেক্টরে কাজের উপযোগী করে গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতা ৪টি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে এমসিকিউ পদ্ধতিতে প্রতিযোগীদের প্রাথমিকভাবে বাছাই করা হবে। এতে অনলাইনে আইকিউ টেস্ট নেওয়া হবে। দ্বিতীয় ধাপে স্থানীয় বিশেষজ্ঞদের উপস্থিতিতে নির্ধারিত সমস্যার সমাধান করতে প্রতিযোগীদের বলা হবে। তৃতীয় ধাপে স্থানীয়ভাবে সাক্ষাৎকার নিয়ে প্রতিযোগীদের চূড়ান্ত করা হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে বিস্তারিত জানতে ০১৭১৩৪৯৩২৫৬ ডায়াল করতে পারেন। বাছাই পর্বে দেশীয় বিশেষজ্ঞদের পাশাপাশি উপস্থিত থাকবেন আইবিএম'র সাবেক ভাইস চেয়ারম্যান নরিও মুরাকামি। শেষ ধাপে জাপানি চাকরিদাতা প্রতিষ্ঠান কর্তৃক চূড়ান্ত ইন্টারভিউ গ্রহণ করে প্রার্থীদের চূড়ান্ত করা হবে। প্রতিযোগিতার প্রথম পর্ব ২২ ফেব্রুয়ারি ও দ্বিতীয় পর্ব ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর রেজিস্ট্রেশন শুরু হয়েছে ২০ জানুয়ারি থেকে।
চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। ভিজিট করতে পারেন www.diit.info or www.banglait.biz| প্রতিযোগিতার সব পরীক্ষা ডিআইআইটির পান্থপথের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। -শিক্ষা ডেস্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।