গুজব নাকি সত্যি? ব্রিটনি নাকি গোপনে বিয়ে করেছেন! অনামিকার আংটি তবে সাক্ষী দিচ্ছে তিনি আবার বিয়ে করেছেন৷পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের ছবি প্রকাশ পেতেই বহুদিন ধরে চলা গুজবের উপর পড়ল নতুন আগুন। তবে সেই আগুন নেভানোর দায়িত্ব নিজেই নিলেন ব্রিটনি৷ খবরে ছিল আইনজ্ঞ ডেভিড লুকাডোর সঙ্গে দীর্ঘদিন ধরে সর্ম্পকে আবধ্য ব্রিটনি৷প্রাক্তন স্মামী কেভিন ফেডারলাইনের সঙ্গে ব্রিটনি ডিভোর্স হয় ২০০৭ সালে৷ তার পর বেশ কিছুদিন একাই ছিলেন ব্রিটনি৷ তবে গুঞ্জনে ছিল বহু মানুষের নাম৷ যার মধ্যে অন্যতম ছিল ডেভিড৷সম্প্রতি প্রকাশ্যে আসা ব্রিটনির ছবি নিয়ে আপাতত জল্পনা সব মহলেই৷ তবে তার সঙ্গে এক নতুন প্রশ্নও সামনে এসে যাওয়া৷ হঠাৎ এই গোপন বিবাহ কেন?নিন্দুকেরা অবশ্য বলে বেড়াচ্ছেন বয়ফ্রেন্ড, স্মামী পরিবর্তন করা ব্রিটনির অভ্যাস৷ তবে ঘনিষ্ঠমহলের কথা, ব্রিটনি নতুন প্রেমে পড়েই এই নতুন বিয়ের সিদ্ধান্ত নিয়েছে৷ একাকীত্ম দূর করতে নয়৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।