আমাদের কথা খুঁজে নিন

   

সঙদের সংসদ: ফখরুল

বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “একটা সংসদ বহাল থাকতে আরেক সংসদ ও একটি মন্ত্রিসভা বহাল থাকতে আরেক মন্ত্রিসভার শপথ পড়ানো হয়েছে। বিজ্ঞজনরা এই সংসদকে সঙদের সংসদ বলে আখ্যায়িত করেছেন। ”

৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। নতুন সংসদের প্রথম অধিবেশন বসে বুধবার সন্ধ্যা ৬টায়।  

বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের কালো পতাকা মিছিলের কর্মসূচি সম্পর্কে জানাতে একই সময়ে এই সংবাদ ব্রিফিং করেন ফখরুল।

ফাইল ছবি

গত ৫ জানুয়ারি ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত দশম সংসদের প্রথম অধিবেশন বসার প্রতিবাদ জানাতেই সারা দেশে এই কর্মসূচি দেয় বিএনপি। তবে পুলিশের অনুমতি না পাওয়ায় রাজধানীতে কেন্দ্রীয়ভাবে তাদের কোনো কর্মসূচি ছিল না।

ওই নির্বাচনকে ‘প্রহসনমূলক’ আখ্যায়িত করে বিএনপির মুখপাত্র ফখরুল বলেন, “এ নির্বাচনে দেশের মানুষ ভোট দেয়নি। এতে শতকরা ৫ ভাগ ভোট পড়েছে বলে আমরা মনে করি। ১৪৭ আসনের এই নির্বাচনের আগে ১৫৩ জন কুশীলব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

“একটা সাংবিধানিক গোঁজামিলের মধ্য দিয়ে এই কথিত সংসদের সদস্যরা নির্বাচিত হয়েছেন। ”

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “এই সরকারকে কোনো দেশ বৈধতা দেয়নি। আমরা যতটুকু জানি, পশ্চিমা দেশগুলো তাদের বিবৃতিতে ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে হতাশা ব্যক্ত করেছে। ”

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, ‘জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ’ বর্তমান সরকার মানুষের ওপর ‘নির্যাতন’ চালাচ্ছে।

“গুপ্তহত্যা ও ক্রসফায়ারে নিহতের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল একটি অজ্ঞাতপরিচয় লাশ পাওয়া গেছে। রাজধানীর পল্লবীতেও নিহত হয়েছে। এভাবে সারাদেশে লাশের সংখ্যা দিন দিন বাড়ছে। ”

বিরোধীদলের আন্দোলন সম্পর্কে ফখরুল বলেন, এর কোনো ‘টাইমফ্রেম’ নেই।

“সরকারের আচরণের ওপর নির্ভর করছে আন্দোলন কখন কিভাবে এগোবে।

আমরা দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও  গ্রহণযোগ্য নির্বাচন দাবি করেছি। এই লক্ষ্য নিয়ে আন্দোলন চলবে। ”

‘সংঘাত ও সংঘর্ষ সচেতনভাবে এড়িয়ে’ বিএনপি জনমত তৈরির জন্য কর্মসূচি দিচ্ছে বলেও তিনি দাবি করেন।

বিরোধী দলের বর্জনের পরও সরকার নির্বাচন করে ফেলেছে, এতে বিরোধী দল পরাজিত হয়েছে কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “মানুষকে হত্যা করে যে সংসদ গঠিত হয়েছে, এতে কোনো কৃতিত্ব নেই।

“আমরা মনে করি, প্রহসনের এই নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়েছে।

তারা নৈতিক ও রাজনৈতিকভাবে আজ দেউলিয়া হয়ে গেছে। ”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, “ইনু সাহেব  বলেছেন, খালেদা জিয়াকে রাজনীতি করতে হলে  সহিংসতা ছাড়তে হবে। তার এই বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারের বাইরে।

“তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেতা এবং দেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের নেতা সম্পর্কে যে ভাষায় ইনু সাহেব কথা বলেছেন, এটা গণতন্ত্রের ভাষা নয়। ”




সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.