দিনের শুরুতে কোনো রান যোগ না করতেই ইরাঙ্গার বলে চান্দিমালের তালুবন্দী হয়ে সাজঘরে ফিরেছেন শামসুর রহমান। শামসুরের বিদায়ে ব্যাট করতে নামেন মমিনুল হক। বৃহস্পতিবার সকালে চতুর্থ দিনের খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নামে বাংলাদেশ।
ইনিংস পরাজয় এড়াতে এখনও বাংলাদেশের প্রয়োজন ৪৬৩ রান। হাতে ৮ উইকেট।
এ পরিস্থিতি সামনে রেখে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের চর্তুথ দিনের খেলা শুরু হয়েছে। তৃতীয় দিন অপরাজিত থাকা ব্যাটসম্যান শামসুর রহমান (৯) ও মার্শাল আইয়ুব (১১) শীতের শিশিরভেজা সকালে ব্যাট করতে নামেন।
স্কোর: বাংলাদেশ- ২৩২ ও ৩৫/২
শ্রীলঙ্কা- ৭৩০/৬ ডিক্লেয়ার্ড
সফরকারী শ্রীলঙ্কা ৬ উইকেটে ৭৩০ রানের পাহাড় সমান স্কোর করে ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও হোঁচট খায় বাংলাদেশ। হারায় তামিম ইকবালের উইকেট (১১)।
এর ফলে স্বাগতিকদের ইনিংস পরাজয়ের শঙ্কা রয়েই গেলো।
শ্রীলঙ্কার ৮ ব্যাটসম্যানের মধ্যে ৩ জনই করেছেন তিন অঙ্কের স্কোর। এর মধ্যে রয়েছে মাহেলা জয়বর্ধনের দ্বিশতক (২০৩) এবং সিলভা (১৩৯) ও ভিথানাগার (১০৩) শতক। এছাড়া অ্যাঞ্জেলা ম্যাথুসের ৮৬, সাঙ্গাকার ৭৫ ও করুণারত্নের ৫৩ রান শ্রীলঙ্কার স্কোর সাতশ’ পার করায়।
বাংলাদেশ এ ম্যাচে তিন পেসার নিয়ে খেললেও মূলত উইকেট নিয়েছেন স্পিনাররা।
ম্যাচে শ্রীলঙ্কার সর্বোচ্চ তিন উইকেট নেন সাকিব আল হাসান। সোহাগ গাজী নেন দুই উইকেট। আর আল আমিন হোসেন নেন এক উইকেট।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, নাসির হোসেন, সোহাগ গাজী, রবিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন।
শ্রীলঙ্কা দল: কুশল সিলভা, দিমুথ করুণারত্নে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), কিথুরুয়ান ভিথানাগে, দিলরুয়ান পেরেরা, শামিন্দা ইরাঙ্গা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।