শুনলাম টাইগাররা নাকি এক ইনিংস ও ২৪৮ রানে সিংহের তলে পড়ছে? যাউকগা, টেস্ট খেলারতে তো আর বাদ পড়ে নাই। বাইচ্চা থাকলে আরও কত খেলতে পারবো। তবে আমার দেশের সোনার ছেলেরা কিন্তু টেস্ট খেলে নাই, খেলছে ওয়ানডে। এই কারণেই তো ওরা দুই ইনিংসএ ব্যাট করছে ১১৬ ওভার। ওহ্ আগে নাকি ওয়ানডে ছিল ৬০ ওভারে?? ভালো খেইলচে তো।
তয় সিংহরা কিন্তু একটু বেশিই বাড়াবাড়ি করছে । আমাগো সোনাগুলারে এত খাটানি কি ঠিক হইছে? তাই বইলা ১৮৮ ওভার ব্যাট করবো? আমরা করছি ৬৪ওভার তোরা ৯০ ওভার ব্যাট কর। আবার আমরা ৫২ ওভার ব্যাট করুম তোরা ৬০ ওভার খেইল্লা জিততা যা, সোনার ছেলেগুলা রইদে পুইড়া কয়লা হইয়া গেল। তার মইধ্যে সব পুরস্কারও পাইল সিংহরা। কেন? দুই ইনিংসে দারুণ ওপেনিং করার জন্য ম্যাচ অফ দ্যা কাঠি পুরস্কারটা কি তামিমরে দেয়া যাইতো না ??
টাইগারদের টেস্ট খেলায় উন্নতি করানোর জন্য আমার মাথায় কয়েকটা আইডিয়া আসছে, শেয়ার করলাম দেখেন-
১. প্রত্যেক ব্যাটসম্যান ম্যাচ ফি পাবে কে কত বল খেলল তার উপরে।
আমাদের সেঞ্চুরী হবে বল খেলার উপর রান করার উপর না। যে যত বেশি বল খেলব তারে ম্যাচ ফি তত বেশি দেয়া হবে।
২. বোলাররা ম্যাচ ফি পাবে উইকেট পাওয়া ও ডট বলের উপরে। যত কম ওভার বল করে যত কম রান দিয়ে যত বেশি উইকেট পাবে তার ম্যাচ ফি তত বেশি।
৩. অলরাউন্ডাররা যেহেতু পরিশ্রম বেশি করে তাদের ম্যাচ ফি সেই অনুপাতেই হবে এবং ব্যর্থতার জন্য জরীমানাও হবে উঁচুমানের।
৪. প্রতিটা ক্যাচ মিস করার জন্য বড় ধরনের অর্থ জরিমানা করা যেতে পারে।
৫. সর্বোপরী টেস্ট ম্যাচে ইনিংস পরাজয় হলে ম্যাচ ফি দেয়ার পরিবর্তে উল্টো জরীমানা আদায় করা হবে।
৬.
৭.
৮.
৯.
১০.
বাকীগুলো আপনাদের জন্য রেখে দিলাম
আমার পর্যবেক্ষণএ আমি দেখছি বাঙ্গালীর জন্য অর্থ দন্ডের চেয়ে বড় কোন দন্ড নাই। তাই টেস্টে উন্নতি করার জন্য এই পদক্ষেপ কার্যকরী হতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।