আমাদের কথা খুঁজে নিন

   

১০০ প্রভাবশালী ব্রিটিশ বাংলাদেশির তালিকায় মনসুর আলী

১০০ জন প্রভাবশালী ব্রিটিশ বাংলাদেশির তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান 'ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন'। গত মঙ্গলবার সন্ধ্যায় ব্রিটিশ পার্লামেন্টের কমনওয়েলথ রুমে এই ঘোষণা দেওয়া হয়।

এ তালিকায় স্থান পেয়েছেন ইকবাল আহমেদ (চেয়ারম্যান, সি মার্ক গ্রুপ), স্বপ্ন আরা খাতুন (ব্যারিস্টার এন্ড জাজ), আসিফ আনোয়ার আহমেদ (থাইল্যান্ডের রাষ্ট্রদূত)-এর মতো প্রভাবশালী ব্যক্তিরা। আরও জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ পরিচালক মনসুর আলী। তার এ অর্জনে উচ্ছ্বসিত মুক্তির অপেক্ষায় চলচ্চিত্র 'সংগ্রাম'-এর গোটা ইউনিট।

মনসুর আলীই প্রথম ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি যিনি প্রথমবারের মতো কোনও ব্রিটিশ ছবির চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনা করলেন।

উল্লেখ্য, 'সংগ্রাম' ছবিতে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী রুহি, অভিনেতা আমান রেজা এবং বলিউডের অনুপম খের। 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।