চাকুরি বাকুরি বউ পোলাপান, সাথে আছে অনেক মান সম্মান
হাটে ঘাটে বাজারে হাসি মুখে যাই, অন্তরে হাহাকার কি যেন নাই!
প্রেমিকার ঠোটে ঠোট, ভালবাসি বলা, ক্ষয় হয় সাথে, প্রেম জলের জ্বালা। অন্য ঠোটে ভালবাসা, তবু কেন চাই? ভালবাসায় হাহাকার কি যেন নাই।
সিগারেট, গাজায় প্রতিভা খুজে পাই, ছবির হাটে প্রতিদিন, সন্ধায় যাই। প্রতিভার প্রতিভায় আলো দিতে চাই, প্রতিভায় হাহাকার কি যেন নাই!
মসজিদ মন্দির গির্জার মাঝে, চাওয়া পাওয়ার ব্যাবসাতে, প্রভুকে খুজে। পূন্যর ফলাফল যদি না আসে, বিশ্বাসে হাহাকার! কি যেন নেয় শুসে!
বন্ধুর আড্ডা বন্ধুদের সাথে, সফলতা বাধা হয় বন্ধুত্বের পথে।
বন্ধুর সফলতা কেন না চাই! বন্ধুতে হাহাকার কি যেন নাই!
আরো আরো কতকিছু জগতে দেখি, জীবন রাংগাতে, কত রং মাখি।
রংগে রংগে রংধনু জীবনে আকি, সাত রংয়ের মাঝেও, কি যেন বাকি!
জ্ঞানী নামের জ্ঞানীরা ব্লগে কিছু লিখি, মন্তব্য করল কজন, খুলে খুলে দেখি! জ্ঞান গুলো বলে এখন, প্রশংসা চাই, সেখানেও হাহাকার কি যেন নাই!
কি যেন নাই, কি যেন নাই ! বলবি কি তুই বেটা? কোথায় তরে পাই?
সিগারেট টানতে টানতে ভন্ডামীগুলো, ভাবছি আমি যথন!
রাস্তার ধারে ছোট একটি মেয়ে ডাকল আমায় তখন।
বল্ল আমায় দেওনা টাকা, আমায় তুমি কিছু।
না যদি দাও কিছুতেই, ছারবনা তোমার পিছু।
সাথে দেখলাম আরো তিন জন মেয়েটার সাথে আছে।
টাকা দেই না, খেতে পারিস কিছু, বল্লাম গিয়ে কাছে।
বল্ল আমায় রুটি কিনে দাও, চায়ের দোকান থেকে!
একটি রুটি ভাগ করে খেল, বাকি তিনজন ডেকে!
অবাক চোখে! হ্রদয় দিয়ে দেখলাম ওদের খাওয়া।
সেই সাথে ’কি যেন নাই’ হয়ে গেল আমার পাওয়া।
চাওয়া পাওয়ার জীবন জগতে, হাহাকার ওদের নাই।
ছুটে যাই মাঝে মাঝে ওদের কাছে, কি যখন আমার চাই -
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।