আমাদের কথা খুঁজে নিন

   

ইউটিউভ র‌্যংকিং ফ্যাক্টরস্ (Mega Tune)

বিসমিল্লাহির রাহমানির  রাহিম
সবাই কে শুভেচ্ছা জানিয়ে শরু করছি, মনে হয় একশ বছর পর টেকটিউনে কিছু লিখছি। যখন ব্লগ কি প্রথম জানি সেটা টেকটিউন দিয়েই । ২০০৭ এর শেষের দিকে টুকটিক লিখা শুরু করি। মাঝের বিরট্ সময় টেকটিউনে আসিনি। আজ মেলা দিন পর আবার ব্যাক টু মাই ট্র্যাক।

 
আগেই বলে নেই ইউটিউভ নিয়ে আমার জ্ঞান খুব্‌ই সিমিতো। আ্মি যা জানি আমার মতো করে। আমি নিজে যেভাবে কিওয়ার্ড র‌্যাংক করিয়েছি তা আলোচনা করবো।
গুগলে আর ইউটিউভ এর এলগোরিদম অনেকটাই আলাদা, গুগল এ টপে যাওয়া যতোটা ডিফিকাল্ট ইউটিউভে কিন্তু ততোটা নয়। শুধু মাত্র অনপেজ দিয়েই টপে যেতে পারবেন আপনি যদি সঠিক ভাবে কাজটি করতে পারেন।

আপনার ব্লগ বা মানি সা্ইটে্র জন্য ইউটিউভ একটা অনন্য মাধ্যম হতে পারে যদি আপনি টার্গেট করে কাজ করতে পারেন। এবারে মুল আলোচনায় আসি।
তিনটা ধাপে আপনাকে কাজগুলো গুছাতে হবে।
১. নিচ অনুযায়ি কিওয়ার্ড রিসার্চ
২. ভিডিও আপলোড ও অন পেজ এস ই ও
৩. অফ পেজ বা ব্যাকলিংক ফর ভিডিও
নিচ অনুযায়ি কিওয়ার্ড রিসার্চ
 প্রথমে আপনার ঠিক করতে হবে আপনি ইউটিউভ ভিডিও থেকে কি চান? শুধু ভিউ বাড়াবেন? না এখা্নে থেকে ট্রাফিক আনবেন আপানার ব্লগে? এবার আপনি আপানার নিচ অনুযায়ি ঠিক করেন আপনি রিলেভেন্ট কি কি ক্যাটাগরির ভিডিও দিতে পারেন । যেমন আপনি একটি মাইক্রো নিচ সাইট নিয়ে কাজ করছেন ধরলাম, সেটা্ একটি রেসিপি সাইট।

আপনি সেখানে নিত্য নতুন খাবার রান্নার রেসিপি পোস্ট করেন। এখন দেখতে হবে আপনি কাদের টার্গেট করে সাইট বানিয়েছেন? এটা কি শুধু ইন্ডিয়ানদের জন্য যেখানে শুধু ভারতীয় খাবার তৈরির রেসিপি থাকবে? না এটা চাইনিজ রেসিপি সাইট ? এখন আমি ধরলাম আপনি একটা ইউনিভারসেল খাবার রেসিপি সাইটে বানিয়েছেন । তার মানে আপনি চাইলে ইউটিউভের হেলথ এন্ড নিউট্রিশনস এর বিরাট একটা মার্কেট এর টার্গেটেড ভিডিও মার্কেটিং করতে পারেন । আপনি রেসিপি সাইট বানিয়েছেন বলে তা ভাববেনা না যে শুধু রেপিসি ভিডিও দিয়ে যাবো, আপনি চাইলে এর সাথে রিলেটেড সব ধরনের হেলথ রিলেটেড ভিডিও দিতে পারনে যেমন; Diet and Nutrition, weight loss, diet foods, exercise tips, low calorie foods. এরকম শত শত হেলথ রিলেটেড টপিক। আপনার ভিডিও টপিক ফিক্সড করার পর এবার আপনার দ্বীতিয় কাজ হলো কিওয়ার্ড রিসার্চ, যাকে এস ই ও এর জন্য মাদার বলা হয়।

ই্উটিউভের ভিডিও র‌্যাংক করানোর জন্য এটি ভিন্ন নয়।
এখন আপনাকে যেটা করতে হবে ম্যানুয়াল আর টুলস দুইটার সমন্ময়ে কি্ওয়ার্ড রিসার্চ: প্রথমে ইউটিউভে আপানার নিচ রিলেটেড কোন কিওয়ার্ড দিয়ে ভালো সার্চ হয়। এটা জানার তিনটা ভালো উপায় হলো :
Google Adwords


কিওয়ার্ড রিসার্চ এর জন্য এর কোনো বিকল্প হয় না। বুঝতেই হবে গুগল মামুর প্রডাক্ট । গুগল এ্যডওয়ার্ড টুলস এর কিওয়ার্ড প্লানার থেকে আপনার প্রতিটা কিওয়ার্ডের সাথে video কথাটা যোক করে দিন ।

যেমন chinesss recipe video, Indian recipe video এবার এদের মোটামুটি সার্চ ভলিউম দেখে এরকম কিওয়ার্ডের একটা লিস্ট করেন ।
সেখান থেকে বেছে বেছে সম্ভব হলে লংটেইল কিওয়ার্ড গুলে বাছুন (লো কম্পিটিশন এর জন্য) আর সার্চ ভলিউম অতো হাই না হলেও চলবে কারন আপনি একটা টার্গেটেড নিচ ধরছেন । আ্পনাকে প্রচুর ভিডিও দেয়ার মেন্টালিটি সেট করতে হবে আগেই। এবার কিওয়ার্ডগুলো এক্সেলে সাজান তার সার্চ ভলিউম অনুযায়ি। এবার আসি দ্বীতিয় স্টেপে;
Youtube Keyword Planner

এখানে আপনি যা পাবেন কিছু হযবরল ডাটা ।

হ্যা শুনতে অদ্ভুদ হলেও ইউটিউভ কিওয়ার্ড প্লানার কোন কিওয়ার্ড দিয়ে কি সার্চ হয তা এক্সাটলি খুজতে আপনাকে পেরেশান হয়ে যেতে হবে। একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন সেখানে কিছু কিওয়ার্ড ছারা বেশিরভাগ ই ই রিলেটেড সাজেস্ট করবে । তারপরেও আপনাকে এখানে কিওয়ার্ড রিসার্চ করতে হবে কারন আপনি একটা ওভারঅল ধারনা পাবেন। এই ভিডিও টা দেখতে পারেন ।
Youtube Search

এবারে তৃত্বীয় ও সবচেয়ে গুরুত্বপুর্ন্ পদ্ধতি সেটা হলো: Youtube Search suggestion. যেমন youtube a কোনো কিওয়ার্ড দিয়ে টা্ইপ করে সার্চ করতে যেয়ে কিছুটা থেমে যান দেখবেন নিচে একি রিলেটেড আরো কি্ওয়ার্ড এর সাজেস্ট করে।

সবগুলো কিওয়ার্ড ই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। আপনাকে এক একটা কিওয়র্ড এর জন্য আলাদা ভাবে রিলেটেড কিওয়ার্ড ম্যানুয়ালি খুজতে হবে।
ছবিটা ভালো ভাবে দেখন বুঝতে পারবেন। একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে নিচে আরো যে যে সাজেশন গুলো পাচ্ছেন প্রত্যেকটাকে আপনি আলাদা আলাদা কিওয়ার্ড ধরেন। যেমন:
Indian recipes, Indian recipes vegetarian, Indian recipes chicken, Indian recipes sweet
এখানে দশটার মতো লিস্ট পাবেন ।

এবার আরো ভেতরে ঢুকেন মানে আরো ইন ডেপ্থ সার্চ। Indian recipes vegetarian টাইপ করলে দেখেন নিচে আরো কি কি কিওয়ার্ড সাজেস্ট করে। সেখানেও কিছু কিওয়ার্ড পাবেন । এবারে এক একটা কিয়ার্ডের সাব ক্যাটাগরি করেন । যেমন প্রথমে আপনি পেলেন
Indian Recipe সেখান থেকে পেলেন Indian recipes vegetarian আবার vegetarian থেকে পেলেন আরো কিছু ভিডিও আইডিয়া।

এবার যার যার ক্যাটাগরি আকারে সুন্দর ভাবে এক্সেলে সাজান। শুধু লিস্ট করতে করতেই আপনার দিন পার হয়ে যাবে । দেখবেন একটা কিওয়ার্ড থেকে নিত্য নতুন আইডি্য়া আর আইডিয়া …মজাই মজা J এভাবে কোতোগুলো কিওয়ার্ড নিয়ে আপদতো কাজ শুরু করতে চান তার লিষ্ট হয়ে গেলে নেমে পড়তে পারেন কাজে।
ভিডিও আপলোড ও অন পেজ এস ই ও
এখন ভিডিও আপলোডের সময় আপনাকে ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি অনুযায়ি আপনাকে চ্যানেল খুলতে হবে । আপনার প্রথম কাজ হলো আপনার মেইন ব্র্যান্ডকে প্রমোট করা মানে আপনার ব্র্যান্ড নেম বা আপনার মেইন কিওয়ার্ড ও হতে পারে সেটা।

সে অনুযায়ি ইউটিউভ একাউন্ট খুলন । তারপর সেখানে চ্যানেল খুলুন এক একটা ক্যাটাগরি ও তার সাব ক্যাটাগারি অনুযায়ি। যেমন আপানার একটা কিওয়ার্ড ধরলাম Indian recipe এবার এ নামে খুলে ফেলুন একটা চ্যানেল। আপনি চাইলে এই চ্যানেল এর ভেতরে সব ধরনের ইন্ডিয়ান ফুড রিলেটেড ভিডিও দিতে পারেন। আবার চাইলে আপনি যদি আরো মাইক্রো টার্গেট করতে চান তাহলে সাব ক্যাটাগরি দিয়েও এক এক টা চ্যানেল খুলতে পারেন।

যেমন Indian recipes vegetarian, Indian recipes chicken, আমার মতে যতো বেশি মা্ইক্রো টার্গেট করতে পারবেন ততো বেশি তারাতারি রেজাল্ট পাবার সম্ভাবনা বেশি আপনার । এবার আপনি চ্যানেল করার পর তার কাষ্টম ইউ আর এল ঠিক করেন। মানে ইউ আর এল এ যেনো আপনার কিওয়ার্ড থাকে যেমন: youtubbe.com/user/indianrecipes এরকম করেন যেনো সার্চ দিলে আপনার চ্যানেল টা টপে আসতে পারে তার প্রথম ধাপ এটা। আর হুবুহ কিওয়ার্ড যদি ইউআরএল এ এক্সেপ্ট না করে মানে আগেই কেও নিয়ে নিলে আপনি সামনে পিছনে কিছু যোগ করে দিন। এবার চ্যানেল ডিসক্রিপশন এ কিছু লিখুন।

সেখানে আপনার মেইন কওয়ার্ড বসান কয়েকবার। চ্যানেল এ ইমেজ বসান। যেনো দেখতে প্রফেশনাল লুক লাগে। এবার সব কিছু ঠিক থাকলে ভিডিও আপলোডের পালা। ধরলাম আ্পনি প্রথমে Indian recipes vegetarian এই ভিডিওটি দিবেন ।

চ্যানেল নিয়ে আরো ভালো ভাবে জানতে এই ভিডিও গুলো দেখতে পারেন ।
http://www.youtube.com/watch?v=FgYlDsrx6f4
http://www.youtube.com/watch?v=jgqjpazMQrM
অন পেজ এস ই ও :
টাইটেল :
টাইটেল মানে ভিডিও টাইটেল। এখানে বিরাট ভাইটাল রোল প্লে করবে, আপনি এখানে আপনার পুরো কিওয়ার্ড টা বসিয়ে দিন। আশে পাশে কিছু যোগ করলে বা না করলে দোষ নাই । আথবা কম্পিটেটর দের দেখেন তারা কি টাইটেল দিয়েছে, তাদের মতো করো আর একটু ভালো ভিজিটর এর চোখে পরার মতো আকর্ষনীয় একটা টাইটেল দিন।

যেমন আপনার টাইটেল হবে: Indian recipes vegetarian
ডিসক্রিপশন:
এবার ডিশক্রিপশনে আপনি শুরুই করবেন আপনার মানি সাইটের ইউ্‌আর এল দিয়ে। তারপর যতোখুশি লিখে যান । একটা কথা মনে রাখবেন। আ্পনি ভাবছেন ভিজিটর কি লেখা পড়বে না ভিডিও দেখবে ? ভা্ইরে এই যাযগাটই আসল টেকনিক । আপনি ভিউয়ার এর জন্য ডিশক্রিপশন লিখবেন না।

কারন আপনি জানেন তারা  রচনা পড়তে আসে নাই আপনি আপনার কি্ওয়ারর্ড খানা বেশি বেশি আনতে ডিশক্রিপশন লিখবেন। এখানে দুইটা জিনিস টার্গেট হচ্ছে প্রথম গুগল দ্বীতিয় ইউটিউভ। কাজেই আপানাকে অন পেজে বস হতে হবে। খুব টেকনিক্যালি সুন্দর ভাবে কিওয়ার্ড আনবেন । আপনি ২৫০- ৩০০ ওয়র্ড এর ডিশক্রিপশন দিতে খুব একটা্ সমস্যা দেখিনা ।


ট্যাগ :
ট্যাগ গুগলের জন্য কোনো মাইনে রাখেনা এটা সবাই হয়তো জানেন । কিন্তু ইউটিউভ এর জন্য ট্যাগ হচ্ছে একটা সুপার ডুপার টুলস । আপনার হাইলি অপ্টামইজ্ড টার্গেটেড ট্যাগ এর কারনে আপনি খুব সহজে খুব কম্পিটিটিভ একটা ভিডিওতে সবাইকে টপকে প্রথম পাতায় আসতে পারেন তার প্রমান আমি। আমি এক দিনে কিছু মুভি রিলেটেড কিওয়ার্ড দিয়ে টপে গিয়েছি। এখানে আমার পরামর্শ হলো যতো খুশি তোতো ট্যাগ ব্যাবহার করেন।

আবার বলছি যতো খুশি ততো, তবে অবশ্যই রিলেটেড।
আপনার সঠীক ট্যাগ ব্যাবহার আপনাকে খুব সহজে র‌্যাংক করে দিতে পারে। আর অবশ্যই ট্যাগ কিওয়ার্ড থাকবে এটা বলার অপেক্ষা রাখেনা। Indian recipes, Indian recipes vegetarian, recipes for Indian, Indian vegetarian recipes, এরকম আরো যতো দিতে পারা যায় ।
এবার সব কিছু শেষ করে আপনার ভিডিও আপলোড দিয়ে ভিডি্ও ইউআরএল টি পিং করে নিন।

আপনার অন পেজ এর কাজ শেষ ।
অফ পেজ বা ব্যাকলিংক ফর ভিডিও
এবারে ভিডিও ভিউ কিভাবে বারাবেন? মানে অফ পেজ বা ব্যাকলিংকিং এর কথা বলছি, প্রথম কথাই হলো শেয়ার শেয়ার এবং শেয়ার। আপনার স্ট্রং শোশাল মিডিয়াতে শুরু করে দিন শেয়ার। এর মধ্যে আমার প্রিয় কয়েকটা হলো: Facebook, Google plus, witter, Pinterest, Raddit, Stumbleupon আরো তো আছেই। আর তার সাথে ভিডিও শেয়ারিং সাইটে সাবমিশন করতে শুরু করতে পারেন ।

যেকোনো ভাবেই হোক আপনার ভিডিও ভিউ বারান । আর হাইলি অপ্টিমাইজ করতে পারলে দেখবেন কিছু ভিডিও এমনিতেই টপে চলে আসছে কোনো রকম ব্যাকলিংক ছারা। আরো আছে আপনি এম্বেডেড ভিডিউতো আপনার ভিউিও অনেকের কাছে চলে যাবে সেখান থেকে ভিডিও ভিউ পাবেন । চ্যানেল সার্চ এর মাধ্যমে কোনো না কোনো ভাবে আপনার চ্যানেল চলে আসবে সেখান থেকে ভিউয়ার পাবেন। আর স্পামারদের কথা তো বাদ ই দিলাম ।

ভিডিও ভালো হলেই কমেন্ট করতে উড়াল দিয়ে চলে আসবে । সাথে দিয়া দিবো তার সাইটের লিংকু। এছারা আপনি ইউটিউভে গিয়ে youtube vdieo backlinks লিখে সার্চ দিলে অস্বাধারন কিছু টিউটোরিয়াল পাবেন । মনোযোগ দিয়ে সবগোলো দেখুন।
কিছু ব্লাক হ্যাট এস ই ও:
হ্যা এবার আপনি আপনার ভিডিও্র মার্কেটিং এ নামবেন আপনাকে এবার নিজেই নিজের ভিডিও এর প্রমোটার হতে হবে ।

একটু আগে যা বল্লাম স্পামারদের কথা আপনি ই হয়ে যান স্পামার। রিলেটেড ভিডিও তে কমেন্ট করে সেখানে আপনার ভিডিও লিংক দিয়ে আসুন । ফোরাম সাইট গুলোতে নিজের ভিডিও লিংক দিন । যেনো আ্পনার ভিডিও ভিউ বারে
ভিজিটর এক্সচেন্জ সাইটগুলোতো যেতে পারেন , তার মধ্যে অন্যতমো link collider সেখানে পয়েন্ট অর্জনের মাধমে ইউটিউভ ভিউ রাড়াতে পারবেন। সবকথার এক হলো আপনাকে প্রচুর Social activities বাড়াতে হবে ।


কিছু ট্যাকনিক্যাল বিষয়:
ভিডিও সৌন্দর্য়্য বৃদ্ধি আর ভিজিটর কে আপনার মানি সাইটে নিয়ে যেতে হলে কিছু এনোটেশন ব্যাবহার করেন । Spotlight এর মাধ্যমে আপনি আপনার ভিউয়ারকে আপনার আরো ভিডিও দেখতে সাজে্স্ট করেন ।
এনোটেশন নিয়ে এই ভিডিও গুলো দেখতে পারেন :
http://www.youtube.com/watch?v=C5zzVemi3m4
http://www.youtube.com/watch?v=ojP8Coo2tEM
http://www.youtube.com/watch?v=Yx8v4VY_tEo
কিছু সহজ টেকনিক:
কিছু সস্তা মানের ভিডিও আছে যার ভিউয়ার আনেক বেশি বা ভালো সার্চ হয় সোগুলো তে ভালো ভাবে অনপেজ করে টপে যান তারপর সে ভিডিও গুলোকে আপনার মানি সাইটের ব্যাকলিংক না দিয়ে আপনার ভালো মানের ভিডিওতে ব্যাকিলংক দিন। তাতেও আপনার ভিডিও ব্যাকলিংক বাড়বে।
সব কথার এক কথা আপনাকে প্রচুর পড়তে হবে…….আর এক্সপেরিমেন্ট করতে হবে ।

ইভেন আপনি সাকসেস হলেও এক্সপেরিমেন্ট করা ছারবেন না। Never Stop Experimenting.
জানি না লিখাটা কারো কতো টা ভালো লেগেছে, চেষ্টা করেছি নিজে যেভাবে জেনেছি যেভাবে কাজ করেছি তা প্রকাশ করার। লিখাটা আমি সর্বপ্রথমে এস ই ও বিডি তে পোষ্ট করেছিলাম। সবাইকে ধন্যবাদ এতোক্ষন আমার প্যাচাল পড়ার জন্য ।
তানভীর আলম সজীব (আমি আমি)
https://www.facebook.com/amibusyasi


সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.