জনপ্রিয়তার নিরিখে ফেসবুকে অমিতাভ বচ্চনকেও পিছনে ফেলে দিয়েছেন নরেন্দ্র মোদী। এতে আনন্দে আটখানা বিজেপি। দলটির দাবি- এ থেকেই বোঝা যাচ্ছে, কংগ্রেস কুৎসা করার চেষ্টা করলেও মানুষ নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রীর কুর্সিতে দেখতে চায়।
দেখা গেছে ফেসবুকে অমিতাভ বচ্চন যেখানে লাইক পেয়েছেন ৯২ লাখ ৪১ হাজার ৯৭৭টি সেখানে নরেন্দ্র মোদীকে পছন্দের তালিকায় রেখেছেন ৯২ লাখ ৬৭ হাজার ১১৭ জন। আর বিশাল এ ভক্ততালিকায় ১৮-৩৫ বছর বয়সীরাই বেশি।
প্রসঙ্গত, নরেন্দ্র মোদী সম্ভবত প্রথম রাজনীতিবিদ, যিনি হাইটেক প্রচারকে জলভাত করে ফেলেছেন। শুধু ফেসবুক নয়, টুইটার ও জি প্লাসেও তাঁর জনপ্রিয়তা বিপুল। টুইটারে মোদীর 'ফলোয়ার' রয়েছেন ৩৩ লাখ। ডিজিটাল প্রচারণায় এগিয়ে থাকায় প্রবাসী ভারতীয়দের কাছে যে কোনও রাজনীতিবিদের চেয়ে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এখন অনেক বেশি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।