আমাদের কথা খুঁজে নিন

   

বুদ্ধদেব-শংকর নয়, বইমেলায় মমতার বই 'বেস্টসেলার'

বুদ্ধদেব গুহ ও মনি শংকর মুখোপাধ্যায়ের মতো জনপ্রিয় এবং প্রবীন লেখকদের এবার টেক্কা দিলেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার এই টেক্কা মুখ্মন্ত্রী হিসেবে নয়, বরং লেখিকা মমতা হিসেবে। এবারের বইমেলায় বই বিক্রির হিসাবটা অন্তত তাই বলছে।

কলকাতার বইমেলায় এখন সরবরাহের চাইতেও চাহিদা বেশি মুখ্যমন্ত্রীর বইয়ের। ক্রেতার চাহিদা মেটাতে পারছেন না বিক্রেতারা।

ইতিমধ্যেই বই আউট অফ স্টক- শুক্রবার এমনটাই জানালেন দে পাবলিসার্সের সুধাংশু দে।

গত ৯৫ সাল থেকে মমতার লেখা বই প্রকাশ করছে এই প্রকাশনা সংস্থা। সুধাংশু জানান, শেষ পাঁচ দিনে লেখিকা মমতার বইয়ের হাজার হাজার কপি বিক্রি হয়ে গেছে।

মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে স্বাভাবিকভাবেই প্রচণ্ড ব্যস্ত থাকতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এরই মাঝে লেখার কাজটা ঠিক চালিয়ে যান তিনি।

প্রতিবছর বইমেলায় একটা অন্তত বই প্রকাশ করা তার চাই-ই চাই। তার জনপ্রিয় বইগুলোর মধ্যে রয়েছে- পরিবর্তন, কবিতা, মাই আনফরগেটবল মেমোরিস, মা, পল্লবি, উপলব্দি প্রমুখ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।