আমাদের কথা খুঁজে নিন

   

ভ্যালেন্সিয়ার কাছে পরাস্ত বার্সেলোনা

স্প্যানিশ লিগে শেষ চার ম্যাচে মাত্র একটি জয় পাওয়া বার্সার ২২ ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট। আতলেতিকো মাদ্রিদের পয়েন্টও তা-ই, তবে একটি ম্যাচ কম খেলেছে তারা। আতলেতিকোর সমান ২১ ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫৩ পয়েন্ট।

আতলেতিকো ও রিয়ালের সামনে এখন রেকর্ড টানা ৫৯ ম্যাচ লিগের শীর্ষে থাকা বার্সাকে পেছনে ফেলার সুযোগ। সেজন্য রোববার আথলেতিক বিলবাওয়ের মাঠে জয় চাই রিয়ালের।

রিয়াল সোসিয়েদাদের সঙ্গে অবশ্য ড্র করলেই চলবে স্বাগতিক আতলেতিকো মাদ্রিদের।

ক্যাম্প নউ-এ ষষ্ঠ মিনিটে আলেক্সিস সানচেসের গোলে এগিয়ে যাওয়া বার্সা জয়ের স্বপ্নই দেখছিল। তখন কে ভেবেছিল, তাদের সেই স্বপ্ন শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হবে, ঘরের মাঠে টানা ২৫ ম্যাচ জয়ের গৌরব শেষ হবে পরাজয়ে।

৪৩ মিনিটে দানিয়েল পারেহো এবং ৪৮ মিনিটে পাবলো পিয়াত্তির লক্ষ্যভেদ ২-১ গোলে এগিয়ে দেয় ভ্যালেন্সিয়াকে।

৫৪ মিনিটে পেনাল্টি থেকে সমতা নিয়ে আসেন লিওনেল মেসি।

কিন্তু পাঁচ মিনিট পর ফ্রানসিস্কো আলকাসার আবার এগিয়ে দেন অতিথিদের।

সেই গোল আর শোধ হয়নি। বরং ৭৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে গিয়ে বার্সাকে আরো লজ্জায় ফেলে দেন জর্দি আলবা।

শেষ মুহূর্তে মেসি অবশ্য দলকে হারের লজ্জা থেকে বাঁচানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু ভ্যালেন্সিয়ার একাধিক ডিফেন্ডারকে কাটালেও তার শট চলে যায় দূরের পোস্ট ঘেঁষে।



খেলা শুরু হওয়ার আগে স্পেনের জাতীয় দল ও বার্সেলোনার সাবেক কোচ লুইস আরাগোনেসের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। তখন কে জানতো, খেলা শেষে সেই শোক ভুলে হারের জন্য শোক পালন করতে হবে বার্সার সমর্থকদের!


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।