তিনি বলেছেন, সৈয়দা ইকবাল মান্দ বানু গত জুলাই থেকে ‘চিকিত্সার জন্য’ যুক্তরাজ্যে রয়েছেন। তারেক রহমানও গত পাঁচ বছর ধরে পরিবার নিয়ে সেখানেই অবস্থান করছেন।
রোববার সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে অসীম বলেন, “মামলা দায়েরের আগে ইকবাল মান্দ বানু সময় চেয়ে আবেদন করেছিলেন। তা অগ্রাহ্য করে দুদক উদ্দেশ্যমূলকভাবে মামলা দায়ের করেছে। সম্পূর্ণ হিসাব বিবরণী দিতে তার কোনো আপত্তি নেই।
”
দুদক আইনে সাত দিনের মধ্যে সম্পদের হিসাব দিতে হয়। তবে পরে সময় চাওয়া যায়।
সংবাদ সম্মেলনে অসীম বলেন, “ইকবাল মান্দ বানু সব সম্পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। কোনো কিছু তিনি নিজে অর্জন করেননি। নিজের আয় থেকে তিনি ছিন্নমূল শিশুদের শিক্ষায় ব্যয় করছেন।
“তিনি একজন লেখিকা, গীতিকার, পিয়ানো বাদক ও চিত্রশিল্পী। তিনি ১৯৯৫ সালের স্বাধীনতা পদকও পেয়েছেন।
তিনি একজন জ্যেষ্ঠ নাগরিক। সময় না দিয়ে তাকে হয়রানি ও হেয় করার কোনো কারণ ছিলে না। ”
সম্পদ বিবরণী জমা না দেয়ায় তারেকের শাশুড়ির বিরুদ্ধে মঙ্গলবার মামলা করার অনুমতি দেয় দুদক। পরে বৃহস্পতিবার রমনা থানায় মামলাটি দায়ের করা হয়।
এরইমধ্যে বুধবার সময় চেয়ে দুদকে আবেদন করেন অসীমসহ কয়েকজন আইনজীবী।
সম্পদ হিসাব জমা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় যথেষ্ট নয় মন্তব্য করে অসীম সেদিন বলেন, “সম্পদ জমা দেয়ার জন্য এক মাস সময় দেওয়া উচিত। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।