যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........
ঈশ্বরদীতে বিদেশী ব্যান্ডের মদ তৈরির পর এবার তৈরি হচ্ছে নকল ফেন্সিডিল। সূত্রে জানা যায়, স্থানীয় মাদক ব্যবসায়ীরা ভারত থেকে কেমিক্যাল আমদানী করে তৈরি করছে হাজার হাজার বোতল ফেন্সিডিল।
নকল ফেন্সিডিল তৈরির ক্যামিকালের সাথে মানুষের প্রস্রাব ব্যবহার করছে। প্রস্রাবে তৈরীকৃত ফেন্সিডিল আসল ফেন্সিডিলের চেয়ে নেশা দীর্ঘস্থায়ী হয়। দামের দিক দিয়েও এই ফেনসিডিলের দাম প্রায় একশ টাকা কম।
সংশ্লীষ্টদের সাথে কথা বের জানা গেছে, প্রস্রাব দিয়ে তৈরীকৃত এই ফেন্সিডিল ঢাকাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন মাদক স্পটে অভিনব কৌশলে পৌঁছে যাচ্ছে।
সূত্রটি আরও জানায়, ঢাকাসহ উত্তরাঞ্চলে এই ফেন্সিডিলের চাহিদাও বেশী। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় ঈশ্বরদী ভাদুর বটতলা এলাকায় ভেজাল ফেন্সিডিল বেঁচাকেনা নিয়ে মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে।
সুত্র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।