আমাদের কথা খুঁজে নিন

   

জিতেছে বায়ার্নের প্রতিদ্বন্দ্বীরা

নিজেদের মাঠ বে অ্যারেনায় ১২ মিনিটে মিডফিল্ডার মরিস লেইটনারের গোলে পিছিয়ে পড়ে আরেকটি হারের শঙ্কা জেগে ওঠে লেভারকুজেন শিবিরে। তবে ২৬ মিনিটেই স্বাগতিকদের স্বস্তির সমতায় ফেরান স্ট্রাইকার স্তেফান কিয়েবলিং।

অবশ্য জয়সূচক গোলের দেখা পেতে ৮৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় লিগের দ্বিতীয় স্থানে থাকা লেভারকুজেনকে। জয়সূচক গোলটি করেন স্ট্রাইকার এরেন দার্দিওক।

এই জয়ের ফলে শীর্ষে থাকা বায়ার্নের সঙ্গে ব্যবধান কমালো লেভারকুজেন।

১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৪০ পয়েন্ট। যদিও এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট পাওয়া বায়ার্ন রোববারই সুযোগ পাচ্ছে ব্যবধান বাড়িয়ে নেয়ার।

১৯ ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট পাওয়া বরুসিয়া ডর্টমুন্ডের অবস্থান তৃতীয়। শুক্রবার রাতে তারা ২-১ গোলে হারায় আইট্রাখট ব্রাউনশোয়াইগকে হারিয়েছে।

লিগে শনিবারের অন্যান্য ম্যাচে শালকে ২-১ গোলে ভলফসবুর্গকে, হফেনহাইম ৩-০ গোলে হামবুর্গকে, মেইঞ্জ ২-০ গোলে ফ্রেইবুর্গকে, অগসবুর্গ ৩-১ গোলে ভার্ডার ব্রেমেনকে ও হ্যানোভার ৩-১ গোলে বরুসিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়েছে।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।