৭ ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ ১৬ পয়েন্ট। সমান ম্যাচ খেলা ক্রিস্টাল প্যালেসের মাত্র তিন পয়েন্ট।
শনিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে ‘অল রেড’ নামে পরিচিত লিভারপুলকে ১৩ মিনিটের সময় এগিয়ে দেন লুইস সুয়ারেস। ১০ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে গত সপ্তাহে ইপিএলে প্রথম খেলতে নেমে সান্ডাল্যান্ডের বিপক্ষে দুই গোল করেছিলেন উরুগুয়ের এই স্ট্রাইকার। ঐ ম্যাচেও ৩-১ গোলে জিতেছিল লিভারপুল।
চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইংল্যান্ডের ফরোয়ার্ড ড্যানিয়েল স্টারিজ। ৩৮ মিনিটে অধিনায়ক স্টিভেন জেরার্ডের সফল পেনাল্টি ৩-০ গোলে এগিয়ে দেয় স্বাগতিকদের।
৭৭ মিনিটে অতিথিদের স্বান্ত্বনাসূচক গোলদাতা ইংল্যান্ডের স্ট্রাইকার বয়েড গেইল।
ইপিএলের অন্যান্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড ২-১ গোলে কার্ডিফ সিটিকে ও ফুলহ্যাম ১-০ গোলে স্টোক সিটিকে হারিয়েছে এবং আরেক নবাগত হাল সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে অ্যাস্টন ভিলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।